উত্সব শুরুতেই বিষাদের সুর, শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড

উত্সবের শুরুতেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হল তিনজনের। বেলা ১টা নাগাদ ট্যাংরার বৃন্দাবন গার্ডেন্সের উল্টো দিকে বেআইনি তেল, গ্যাসের গুদামে আগুন লাগে। গোডাউনে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ফাটতে থাকে গ্যাস সিলিন্ডার। আগুনে ঝলসে মৃত্যু হয় গুদাম মালিক সহ তিনজনের। খবর পেয়ে ঘটনা স্থলে যায় দমকলের ৯টি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী আর পুলিস।

Updated By: Oct 6, 2016, 04:43 PM IST
উত্সব শুরুতেই বিষাদের সুর, শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ওয়েব ডেস্ক : উত্সবের শুরুতেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হল তিনজনের। বেলা ১টা নাগাদ ট্যাংরার বৃন্দাবন গার্ডেন্সের উল্টো দিকে বেআইনি তেল, গ্যাসের গুদামে আগুন লাগে। গোডাউনে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ফাটতে থাকে গ্যাস সিলিন্ডার। আগুনে ঝলসে মৃত্যু হয় গুদাম মালিক সহ তিনজনের। খবর পেয়ে ঘটনা স্থলে যায় দমকলের ৯টি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী আর পুলিস।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দশ বছর ধরে মুদির দোকানের আড়ালে বেআইনি গ্যাস, তেল আর ওয়েল্ডিংয়ের ব্যবসা চালাত মালিক রামঅবতার আগরওয়াল। বারবার বলার পড়েও শোনেননি গুদাম মালিক। ঘিঞ্জি এলাকাতে ইচ্ছেমতো মজুত করেছেন ডিজেল, কেরোসিন। যদিও প্রশাসনের দাবি, কিছুই জানতেন না তাঁরা।

.