ধাপায় প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন

আগুনে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি।

Updated By: Mar 11, 2018, 02:45 PM IST
ধাপায় প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদন : শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুন লেগেছে ধাপায় প্লাস্টিকের গোডাউনে। দাউ দাউ করে জ্বলছে গোটা এলাকা। কার্যত জতুগৃহে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় চলছে আগুন নেভানোর কাজ।

আরও পড়ুন, তৃণমূলের সঙ্গে মেয়র শোভনের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা

রবিবার দুপুরে আগুন লাগে বাইপাসের ধারে বোসতলা এলাকায়। ওই এলাকায় একটি প্লাস্টিকের গোডাউন থাকায়, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখা চোখে পড়ছে মা ফ্লাইওভার ও বাইপাস থেকে।

আরও পড়ুন, কুপ্রস্তাবে 'না', হোয়াটসঅ্যাপে ছড়ানো হল ছাত্রীর ভুয়ো অশালীন ছবি

আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। তবে পাটুলি ফায়ার ব্রিগেড থেকে দমকল আসতে কিছুটা সময় লাগায় স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। এরমধ্যেই আগুনে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি। দেখুন, কীভাবে আগুন গ্রাস করেছে গোটা এলাকা-

আরও পড়ুন, আলুভাজার জন্য আত্মঘাতী ছাত্রী!

.