এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনে মাওবাদী মদত রয়েছে, অভিযোগ কমিশনের সহসচিবের

এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলনে মদত যোগাচ্ছে মাওবাদীরা। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন স্কুল সার্ভিস কমিশনের সহসচিব অমিতেশ বিশ্বাস। শুধু তাই নয়, প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষির বিরুদ্ধেও, আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এব্যাপারে এসএসসি সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন শিক্ষামন্ত্রী। এসএসসি সহসচিবের এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল।

Updated By: Feb 24, 2014, 11:14 PM IST

এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলনে মদত যোগাচ্ছে মাওবাদীরা। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন স্কুল সার্ভিস কমিশনের সহসচিব অমিতেশ বিশ্বাস। শুধু তাই নয়, প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষির বিরুদ্ধেও, আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এব্যাপারে এসএসসি সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন শিক্ষামন্ত্রী। এসএসসি সহসচিবের এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল।

শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের আন্দোলনে মাওবাদী যোগসাজশও খুঁজে পেয়েছেন এসএসসির সহসচিব। রবিবারই এসএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে চাপসৃষ্টির অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারীরা। সোমবার মাওবাদী যোগসাজশের অভিযোগে রীতিমতো স্তম্ভিত তাঁরা।

সোমবার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা।

.