কোনওমতেই দোষী নন গৌর চক্রবর্তী, ৭ বছর পর বেকসুর মুক্তি মাও নেতার

রাজ্য সরকারের যাবতীয় অভিযোগ উড়িয়ে মাওবাদী নেতা গৌর চক্রবর্তীকে বেকসুর খালাস ঘোষণা করল কলকাতা নগর দায়রা আদালত। আদালতের এই নির্দেশে সাত বছর পর মুক্তি পেতে চলেছেন গৌর চক্রবর্তী। ২০০৯-এর ২২ জুন UAPA আইনের ধারায় মাওবাদীদের নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরের দিন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান শেষে বেরনোর সময় গৌর চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিস।

Updated By: Jul 19, 2016, 07:22 PM IST
কোনওমতেই দোষী নন গৌর চক্রবর্তী, ৭ বছর পর বেকসুর মুক্তি মাও নেতার

ওয়েব ডেস্ক : রাজ্য সরকারের যাবতীয় অভিযোগ উড়িয়ে মাওবাদী নেতা গৌর চক্রবর্তীকে বেকসুর খালাস ঘোষণা করল কলকাতা নগর দায়রা আদালত। আদালতের এই নির্দেশে সাত বছর পর মুক্তি পেতে চলেছেন গৌর চক্রবর্তী। ২০০৯-এর ২২ জুন UAPA আইনের ধারায় মাওবাদীদের নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরের দিন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান শেষে বেরনোর সময় গৌর চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিস।

সরকারপক্ষ চেয়েছিল, UAPA আইনের ২০ ধারায় অভিযুক্ত করা হোক গৌর চক্রবর্তীকে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ও জরিমানা। কিন্তু বিচারক জানিয়ে দেন, যদি কোনও ব্যক্তি সংগঠন নিষিদ্ধ হওয়ার আগে তাতে যোগ দিয়ে থাকেন, তাহলে তাঁকে UAPA-র ২০ ধারায় অভিযুক্ত করা যাবে না।  মাওবাদীদের নিষিদ্ধ ঘোষণার পর একদিন পরেই গ্রেফতার হয়েছিলেন গৌর চক্রবর্তী। সেই প্রসঙ্গ টেনে বিচারক বলেছেন,  একদিনে ওই সংগঠন মারফত এমন কিছু ঘটে যায়নি, যার জন্য গৌর চক্রবর্তীকে দোষী তকমা দেওয়া যায়। সেই সঙ্গে রাজ্যের আনা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত।

.