সুরের রাজার মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মোদীর। শোকস্তব্ধ অমিতাভ

মান্না দে-র মৃত্যুতে আসমুদ্র হিমাচল আজ শোকস্তব্ধ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা পাঠাচ্ছেন বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা। সেগুলিই থাকল এক নজরে-

Updated By: Oct 24, 2013, 11:06 AM IST

মান্না দে-র মৃত্যুতে আসমুদ্র হিমাচল আজ শোকস্তব্ধ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা পাঠাচ্ছেন বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা। সেগুলিই থাকল এক নজরে-প্রধানমন্ত্রী মনমোহন সিং- কিংবদন্তি গায়কের মৃত্যুতে সংগীতের জগত্‍ সবচেয়ে প্রতিভাধর গায়কদের একজনকে হারাল। সুরের সম্রাটের জীবনাবসানের খবরে আমি গভীর শোকাহত।
অমিতাভ বচ্চন-আজ অনেক স্মৃতির কথা মনে পড়ছে। মনে পড়ছে অনেক গানের কথা। মধুবালায় ওনার গান অনবদ্য।

শাবানা আজমি-গানে গানে বেঁচে থাকবেন উনি।
আরতি মুখোপাধ্যায়- মান্না দে নিজেই একটা প্রতিষ্ঠান।

মান্না দের কন্যা- মান্না দের প্রয়াণ সঙ্গীতপ্রেমীদের কাছে অপূরণীয় ক্ষতি। দ্বিতীয় মান্না দে হওয়া কখনোই সম্ভব নয়। দেখুন ভিডিও


ভাইপো সুব্রত দে- ছোটবেলায় কাকা মান্না দেকে খুব কাছ থেকে দেখেছিলেন ভাইপো
সুব্রত দে। খুব ব্যস্ত থাকলেও পরিবারের সঙ্গে খোলামেলা ভাবেই সময় কাটাতেন
মান্না দে। শুক্ত,মাছ, পটল খেতে খুব ভালবাসতেন।
দেখুন ভিডিও

নরেন্দ্র মোদি- ''আমরা এক কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে হারালাম৷ তাঁর অমর কণ্ঠ আমাদের মধ্যে সারাজীবন থাকবে৷’
সুষমা স্বরাজ- ''মহান গায়ক মান্না দের প্রতি আমার শ্রদ্ধা জানাই৷''
মণীশ তিওয়ারি (কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী)- মান্না দের গান শুনে বড় হয়েছে এক প্রজন্ম। শুধু সঙ্গীত জগতের নয়, তাঁর মৃত্যুতে ক্ষতি হল গোটা দেশের। মন্তব্য করলেন।
মহেশ ভাট- উনি মানুষের হূদয়ে রযে যাবেন।
অজয় চক্রবর্তী- চিরদিন থেকে যাবেন তিনি।

শান্তনু মৈত্র-যতদিন গান থাকবে ততদিন উনি রয়ে যাবেন। তাঁর গান রয়ে যাবে। তাঁর রেখে যাওয়া কাজে পরবর্তী প্রজন্ম দারুণভাবে উপকৃত হবে।
মান্না দের প্রয়াণ সঙ্গীতপ্রেমীদের কাছে অপূরণীয় ক্ষতি। দ্বিতীয় মান্না দে হওয়া কখনোই সম্ভব নয়। বললেন মান্না দে-র কন্যা।
অজয় চক্রবর্তী- মান্না দে ভারতের রত্ন।

বুদ্ধদেব ভট্টাচার্য- অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

.