কয়লার দাম, কেন্দ্রকে চিঠি `ক্ষুব্ধ` মণীশ গুপ্তর

কয়লার দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল ও বিদ্যুত্‍মন্ত্রী সুশীল কুমার সিন্ধেকে চিঠি দিয়েছেন মণীশ গুপ্ত।

Updated By: Jan 2, 2012, 08:53 PM IST

কয়লার দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল ও বিদ্যুত্‍মন্ত্রী সুশীল কুমার সিন্ধেকে চিঠি দিয়েছেন মণীশ গুপ্ত। দাম বাড়ানোর এই সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কোল ইন্ডিয়ার এই একতরফা সিদ্ধান্তের ফলে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মণীশবাবু। কয়লার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা করেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। রাজ্য সরকারকেও এই মামলার অংশীদার করা হয়েছে। বুধবার মামলাটির শুনানি হবে আদালতে। 

.