বিজেপিকে ঠেকাতে দলের নেতা-কর্মীদের সিপিএম কর্মীদের সঙ্গে আলোচনার নির্দেশ মানস ভুঁইঞার

রাজ্যে হঠাত্ইা বাড়বাড়ন্ত গেরুয়া রাজনীতির। বিভিন্ন নির্বাচনে ভোট বাড়ছে বিজেপির। অন্যান্য রাজনৈতিক দলের কাছে মাথাব্যাথার কারণও হচ্ছে, বিজেপির এই এগিয়ে যাওয়া। এমন সময়, বিজেপিকে ঠেকাতে দলের নেতা-কর্মীদের CPM কর্মীদের সঙ্গে আলোচনার নির্দেশ দিলেন তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞা। গতকাল সবংয়ের খড়িকায় এক সভায়  তৃণমূল বিধায়ক দলীয় কর্মীদের বাম কর্মীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।  

Updated By: Apr 18, 2017, 08:51 AM IST
বিজেপিকে ঠেকাতে দলের নেতা-কর্মীদের সিপিএম কর্মীদের সঙ্গে আলোচনার নির্দেশ মানস ভুঁইঞার

ওয়েব ডেস্ক: রাজ্যে হঠাত্ইা বাড়বাড়ন্ত গেরুয়া রাজনীতির। বিভিন্ন নির্বাচনে ভোট বাড়ছে বিজেপির। অন্যান্য রাজনৈতিক দলের কাছে মাথাব্যাথার কারণও হচ্ছে, বিজেপির এই এগিয়ে যাওয়া। এমন সময়, বিজেপিকে ঠেকাতে দলের নেতা-কর্মীদের CPM কর্মীদের সঙ্গে আলোচনার নির্দেশ দিলেন তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞা। গতকাল সবংয়ের খড়িকায় এক সভায়  তৃণমূল বিধায়ক দলীয় কর্মীদের বাম কর্মীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।  

আরও পড়ুন অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে আজ ভুবনেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বিধায়কের পরামর্শ, কেন বামেরা বিজেপিতে যোগ দিচ্ছে তা ভাল করে বোঝার চেষ্টা করুন। বিজেপিতে যোগ দেওয়া CPM  কর্মীদের কীভাবে তৃণমূলে ফেরানো যায়  সেবিষয়েও  চিন্তাভাবনা করতে বলেন মানস ভুঁইঞা।

আরও পড়ুন  নারদকাণ্ডে অভিযুক্তদের সিবিআই হেফাজতে রেখে বিচার করতে হবে, দাবি সূর্যকান্ত মিশ্রের

.