দোলের পরই ভোটপ্রচারে নামছেন মমতা, প্রথম কর্মীসভা পৈলানে
আগামী ১৮ তারিখ থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে কর্মিসভা দিয়ে রাজ্যে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলির পর উত্তরে কর্মিসভা করবেন তিনি।
আগামী ১৮ তারিখ থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে কর্মিসভা দিয়ে রাজ্যে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলির পর উত্তরে কর্মিসভা করবেন তিনি।
এদিকে তৃণমূলের রামলীলা ময়দানের সমাবেশ ফ্লপ শো। তবে তাতে দমতে রাজি নন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরে এড়িয়েই গেলেন আন্নার গরহাজিরা প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটের পর তৃতীয় বৃহত্তম দল হতে চলেছে তৃণমূল।
কথা দিয়েও শেষপর্যন্ত রামলীলা ময়দানের সমাবেশে আসেননি আন্না হাজারে। ময়দানে জমায়েতেও রীতিমতো হতাশ তৃণমূল। হতাশাটা বুধবারই ঝড়ে পড়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। বলেছেন, তৃণমূল ছোট দল। একাই লড়বে ভোটে।
সাড়া দেননি জয়ললিতা। মুলায়েম আগেই সরে গিয়েছেন। আশা জাগালেও এখনও পাশে পাওয়া যায়নি চন্দ্রবাবু নাইডুকে। ফলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট এখনও কার্যত বায়বীয়। তৃণমূল নেত্রী অবশ্য দমতে নারাজ।
কিন্তু, দিল্লির ফ্লপ শো? আন্নার অনুপস্থিতি। না, কলকাতায় ফিরে তা নিয়ে একটি শব্দও খরচ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এই ধাক্কা নিয়ে শুক্রবারই কাটাছেঁড়া করবেন তিনি। আপাতত ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ আর গুজরাটে প্রচার স্থগিত রাখছে তৃণমূল।