অনুব্রতর পাশে মুখ্যমন্ত্রী, দাবি ভোট `শান্তিপূর্ণ`

অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধায়সভায় মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন,``অনুব্রত মণ্ডলের মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে।" বীরভমের তৃণমূল সাংসদ নিজে `আসলে কী বলতে চেয়েছেন` মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তা জানিয়েছেন।

Updated By: Jul 27, 2013, 03:36 PM IST

অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধায়সভায় মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন,``অনুব্রত মণ্ডলের মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে।" বীরভমের তৃণমূল সাংসদ নিজে `আসলে কী বলতে চেয়েছেন` মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তা জানিয়েছেন।
`দাঁড়কাকের` মতো কিছু নেতা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ``রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত চলছে``। এর পরিনাম ভাল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন চলাকালীন খুন হয়েছেন নয় জন। তাদের মধ্যে ২ জন কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। গোটা নির্বাচন পর্বে তৃণমূলের ২২ জন খুন হয়েছেন।

.