Mamata Banerjee: 'এসব করে এত বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়া যায় না'!

 পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই। একযোগে রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Updated By: Jun 7, 2023, 05:47 PM IST
Mamata Banerjee:  'এসব করে এত বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়া যায় না'!

সুতপা সেন: পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই। একযোগে রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 'এসব করে এত বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়া যায় না',বললেন মুখ্যমন্ত্রী।

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এক যোগে তদন্ত করছে সিবিআই ও ইডি।  সেই তালিকায় এবার জুড়ে গিয়েছে পুর নিয়োগে দুর্নীতিও! কীভাবে? শিক্ষক নিয়োগে দুর্নীতি এখন ইডি-র হেফাজতে অয়ন শীল। তাঁর বাড়ি থেকে পুর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যায় রাজ্য, তখন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে মামলাটি ফেরত পাঠিয়ে দেওয়া হয় হাইকোর্টেই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন: Coromandel Express Accident: মৃত ব্যক্তির নামে দু'বার ক্ষতিপূরণ দাবি! রেল দুর্ঘটনায় টাকা নিয়েও পরিবারে টানাটানি

এফআইআর দায়ের করা হয়েছিল মাস দেড়েক আগে। এদিন দক্ষিণ দমদম,পানিহাটি, টিটাগড়, নিউ ব্যারাকপুর,শান্তিপুর-সহ রাজ্যের একাধিক পুরসভার তল্লাশি চালালেন সিবিআই আধিকারিক। বাদ গেল না সল্টলেকে পুর নগরোন্নয়ন দফতর! 

মুখ্যমন্ত্রী বলেন, 'সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। কলকাতায় ১৪টা থেকে ১৬টি মিউনিসিপ্য়ালটিতে ঢুকে গিয়েছে। নগরোন্নয়নে ঢুকে গিয়েছে। এবার কি বাথরুমে ঢুকবে নাকি? জিজ্ঞেস করুন। ওইটুকুই বাকি আছে'। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তাঁর অভিযোগ, 'সবচেয়ে বড় দুর্ঘটনা, সিবিআই কী করবে? ক্রিমিনাল কেস হলে তো সিবিআই করবে! পুলওয়ামা দেখেননি, তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছে। আজকেও ধামাচাপা দেওয়ার জন্য ব্যাপারটা, প্রকৃত দুর্ঘটনার তদন্ত হল না। সব সাফা হয়ে গেল। কোনও প্রমাণ নেই'।

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের হানগা বাজারের দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। কীভাবে?  মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল। কোনওমতে রক্ষা পায় ৩ বগি! মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ২৭৫। সেই ঘটনারও তদন্তে নেমেছে সিবিআই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.