অতিরিক্ত বরাদ্দ চেয়ে কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের আর্থিক সমস্যা সমাধানে অবিলম্বে কেন্দ্র সাহায্য না-দিলে সমস্যা তৈরি হবে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, টাউন হলে সরকারি আধিকারিকদের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এগারো মাস ধরে কেন্দ্রের কাছে অর্থ সহায়তা চেয়েও কোনও লাভ হয়নি। তাঁর অভিযোগ, কেন্দ্র রাজ্যকে ভাতে মারার পরিকল্পনা করছে।

Updated By: Apr 21, 2012, 03:50 PM IST

রাজ্যের আর্থিক সমস্যা সমাধানে অবিলম্বে কেন্দ্র সাহায্য না-দিলে সমস্যা তৈরি হবে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, টাউন হলে সরকারি আধিকারিকদের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এগারো মাস ধরে কেন্দ্রের কাছে অর্থ সহায়তা চেয়েও কোনও লাভ হয়নি। তাঁর অভিযোগ, কেন্দ্র রাজ্যকে ভাতে মারার পরিকল্পনা করছে।
মুখ্যমন্ত্রী হওয়ার পরই রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চেয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে। কিন্তু, কেন্দ্রের তরফ থেকে বিশেষ সাড়া মেলেনি। এমনকী, তিন বছরের জন্য সুদ মকুবের অনুরোধও কেন্দ্র রাখেনি বলে শনিবার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে প্রতি বছরে ঋণের সুদ বাবদ ২২ হাজার কোটি টাকা দিতে হয়। এগারো মাস ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোনও কাজ হয়নি। এবার তাই, কেন্দ্রকে ১৫ দিনের সময়সীমা দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের টাকাও পুরোপুরি রাজ্যকে পাঠায়নি কেন্দ্র।

.