ফেসবুকে কেন্দ্রের ব্যয়সঙ্কোচ নীতির সমালোচনায় মমতা

কেন্দ্রের ব্যয়সঙ্কোচ নীতির সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ফেসবুকে এই নিয়ে সরব হলেন তিনি।

Updated By: Sep 20, 2013, 10:14 AM IST

কেন্দ্রের ব্যয়সঙ্কোচ নীতির সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ফেসবুকে এই নিয়ে সরব হলেন তিনি।
মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি সর্বদা ব্যয়সঙ্কোচ নীতির পক্ষে। আমি ব্যক্তিগত ভাবে ১৯৯১ সাল থেকে এটা মেনে চলেছি। আমি ২০১১ সাল পর্যন্ত সাংসদ ছিলাম। সাংসদ থাকাকালীন আমি কোথাও বিমানে যাওয়ার হলে কখনই এক্সিকিউটিভ ক্লাস ব্যবহার করিনি। আমি এখনও যে পদে রয়েছি, সেখানেও ব্যয়সঙ্কোচ নীতিই মেনে চলি। আমাকে বলুন তো, কেন কেন্দ্র সরকার তাদের শীর্ষ আধিকারিকদের জন্য হঠাত্‍ গতকালই ব্যায় সঙ্কোচ নীতির ঘোষণা করল?  তাও তাদের শাসনকালের একেবারে অন্তিম লগ্নে? কেন এটা শুরু থেকে করা হয়নি?"

.