মদনের গ্রেফতারের প্রতিবাদে ময়দানে লাগাতার ধরনা চালাবে তৃণমূল

বর্তমান পরিস্থিতিতে দলের পরবর্তী কর্মসূচী ঠিক করতে তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ঠিক হয়,ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতারের প্রতিবাদে আগামিকাল লোকসভায় বিক্ষোভ দেখাবে তৃণমূল। এছাড়া গোষ্ঠ পালের মূর্তির নিচে প্রতিদিন ধর্না চলবে। মদন মিত্রের মুক্তির দাবিতে প্রতিদিন ধর্নায় বসবেন ক্রীড়াপ্রেমীরা। আগামি কাল মদন মিত্রের সমর্থনে শহরে এক  মহামিছিলেরও আয়োজন করেছেন ক্রীড়াপ্রেমীরা।

Updated By: Dec 14, 2014, 04:09 PM IST
মদনের গ্রেফতারের প্রতিবাদে ময়দানে  লাগাতার ধরনা চালাবে তৃণমূল

কলকাতা: বর্তমান পরিস্থিতিতে দলের পরবর্তী কর্মসূচী ঠিক করতে তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ঠিক হয়,ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতারের প্রতিবাদে আগামিকাল লোকসভায় বিক্ষোভ দেখাবে তৃণমূল। এছাড়া গোষ্ঠ পালের মূর্তির নিচে প্রতিদিন ধর্না চলবে। মদন মিত্রের মুক্তির দাবিতে প্রতিদিন ধর্নায় বসবেন ক্রীড়াপ্রেমীরা। আগামি কাল মদন মিত্রের সমর্থনে শহরে এক  মহামিছিলেরও আয়োজন করেছেন ক্রীড়াপ্রেমীরা।

ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের মুক্তির দাবিতে আজও ময়দানে গোষ্ঠ পালের মূর্তির নিচে ধর্নায় তৃণমূল। আজ ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়ার ক্রীড়াপ্রেমীরা। ছিলেন কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়ও। আগামিকাল মদন মিত্রের সমর্থমে শহরে মহামিছিলের আয়োজন করছেন ক্রীড়া প্রেমীরা।

সারদাকাণ্ডে পরিবহণমন্ত্রী মদন মিত্রের গ্রেফতারের প্রতিবাদে এবার পথে নামলেন মদন অনুগামীরাও। আজ ভবানীপুর যদুবাবুর বাজারে বিক্ষোভ দেখান মদন মিত্রর অনুগামীরা। পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও। আগামিকাল থেকে রিলে অনশনেরও ডাক দেওয়া হয়েছে।

 

.