WB Bypoll: 'বেশি সাজুগুজু করবে না', 'কালারফুল' মদনকে পরামর্শ Mamata-র

চেতলায় কর্মিসভা থেকে প্রচার  শুরু তৃণমূলনেত্রীর।

Updated By: Sep 8, 2021, 08:51 PM IST
WB Bypoll: 'বেশি সাজুগুজু করবে না', 'কালারফুল' মদনকে পরামর্শ Mamata-র

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা। ফেসবুক লাইভ করে দলনেত্রীর রোষের মুখে পড়েছিলেন। চেতলায় কর্মিসভায় মদন মিত্রকে 'কালারফুল ছেলে' বলে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাল্কা মেজাজে কামারহাটির বিধায়ককে পরামর্শ দিলেন, 'বেশি সাজুগুজু করবে না'।

একুশে বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান অল্প ব্যবধানে। ভোটের ফলাফল নিয়ে যখন মামলা চলছে কলকাতা হাইকোর্টে, তখন ভবানীপুরে উপনির্বাচনে ফের প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়ন জমা দেবেন তিনি।  এদিন চেতলা কর্মিসভা করে ভোটের প্রচার শুরু করলেন মমতা। ভবানীপুরে উপনির্বাচনে দলের নেতাদের কার কী দায়িত্ব?  বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। কামারহাটির বিধায়ক মদন মিত্র। আবার ভবানীপুরের পুরনো বাসিন্দাও বটে। মুখ্যমন্ত্রী বলেন, 'মদন, তুমি নিজের পাড়াটা ভালো করে করবে। পরশু দিন দেখছিলাম, ধূতি-পাঞ্জাবী পরে দাঁড়িয়েছিলেন। একদম ওভাবেই। কিন্তু বেশি সাজুগুজু করবে না'। সঙ্গে যোগ করেন, 'মদন একটু কালারফুল ছেলে। মাঝে মাঝে একটু বেশি কালারফুল হয়ে যায়। বেশি কালারফুল হলে আবার প্রবলেম হয়ে যায়'। মঞ্চে তৃণমূল নেতাদের মুখে তখন মুচকি হাসি।

আরও পড়ুন: WB Bypoll: ভবানীপুরে বামেদের মুখ তরুণ আইনজীবী, প্রার্থী ঘোষণা জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও

কখনও নানা রঙের পাঞ্জাবি। কখনও হলুদ সানগ্লাস। কখনও দুবাইয়ের জুতো। সবসময় 'কেতাদুরস্ত' থাকতে ভালোবাসেন মদন মিত্র। আর যদি ফেসবুক লাইভে আসেন, তাহলে তো কথাই নেই। লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়। বিধানসভা ভোটের পর এই ফেসবুক লাইভ নিয়ে মদনকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা। আবার সাজ-পোষাক দেখে বিধানসভায় কামারহাটির বিধায়কের যেচে কথা বলেছিলেন খোদ বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। প্রশংসা করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'তৃণমূলে একজনই হিরো'। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.