ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে, Mukul-র স্ত্রী বিয়োগে বাড়ি গিয়ে সমবেদনা Mamata-র

মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ মুকুল রায়ের (Mukul Roy) সল্টলেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Updated By: Jul 6, 2021, 05:56 PM IST
ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে, Mukul-র স্ত্রী বিয়োগে বাড়ি গিয়ে সমবেদনা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: মাঝে ক'টা বছর পথ আলাদা হয়েছিল। ২০২১ সালে সেই পথ আবার মিলেছে। মুকুলের রায়ের স্ত্রীর মৃত্যুর পর তাঁর সল্টলেকের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন,'মুকুল আমার দীর্ঘদিনের সহকর্মী। ওঁর স্ত্রীকে ব্যক্তিগতভাবে চিনতাম। ওঁর মা যখন বেঁচেছিল তখন দেখাও হয়েছে।'

 

মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ মুকুল রায়ের (Mukul Roy) সল্টলেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে আধ ঘণ্টা মতো ছিলেন তিনি। সান্ত্বনা দেন মুকুলকে (Mukul Roy)। মুকুল জায়া কৃষ্ণা রায় সুস্থ হয়ে উঠবেন বলেও আশা করেছিলেন মমতা। তিনি বলেন,'আমরা সবাই ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে। কিন্তু সবরকম চেষ্টা করেও কিছু করা গেল না। শুভ্রাংশু চেন্নাই থেকে কাল সকাল ৭টায় দেহ নিয়ে ফিরে আসবে। সেখান থেকে কাঁচরাপাড়ার বাড়িতে যাবে। তার পর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে।' 

বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুকুলের স্ত্রী কৃষ্ণা রায়। করোনা পরবর্তী জটিলতা ছিল তাঁর। কলকাতা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইয়ের হাসপাতালে। মঙ্গলবার ভোর পৌনে ৫টা নাগাদ সেখানে মৃত্যু হয় তাঁর। মায়ের মৃতদেহ নিয়ে বুধবার শহরে ফিরবেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। 

আরও পড়ুন- একুশের 'খেলা হবে' এবার দিবস, পালিত হবে রাজ্যজুড়ে, ঘোষণা Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.