নির্বাচনে জেতার পর প্রথম দিল্লি সফর; প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, জানালেন Mamata

১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।

Updated By: Jul 15, 2021, 05:24 PM IST
নির্বাচনে জেতার পর প্রথম দিল্লি সফর; প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, জানালেন Mamata

নিজস্ব প্রতিবেদন: তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম দিল্লি যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি মাসের শেষের দিকে তাঁর যাওয়ার কথা। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান, এখনও সময় ঠিক হয়নি। বিভিন্ন রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন তিনি।       

১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন চলাকালীন প্রায়ই সংসদে যান মমতা (Mamata Banerjee)। এই সুযোগে পুরনো সতীর্থদের সঙ্গে দেখা করেন। দলের সাংসদদেরও পরামর্শ দেন। এবার বিরাট জয়ের পর তাঁর দিল্লি সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ২০২৪ সালে মোদী বিরোধী শক্তিশালী জোটের অন্যতম মুখ হতে পারেন মমতা (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন,'নির্বাচনে জেতার পর দিল্লি যেতে পারিনি। কারণ এখানে কোভিড ছিল। এখন কোভিড পরিস্থিতি একদম ঠিকঠাক। আমি একবার সংসদে যাই। পুরনো ও নতুন বন্ধুদের সঙ্গে দেখা হয়। এবারও যাব। কবে যাব এখনও ভাবিনি।'

বাংলায় ভোটের পর কখনও শরদ পাওয়ার কখনও গান্ধীদের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। বাংলায় মমতার ভোটকৌশলী তিনিই। অনেকেই মনে করছেন, মোদী বিরোধী জোটের সলতে পাকাচ্ছেন পিকে। দিল্লিতে গিয়ে মমতাও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন,'দিল্লিতে সব নেতাদের সঙ্গে কথা বলব। সময় পেলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব।'

আরও পড়ুন- সময়ে কাজ শেষ না করলে ঠিকাদারকে কালো তালিকায়, কড়া রাজ্য সরকার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.