Mamata Banerjee: অভিষেকের নবজোয়ারে ফের মমতা, এবার কোথায়?
২৫ এপ্রিল কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। আগামী ১৬ জুন এই কর্মসূচি শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়।
সুতপা সেন: অভিষেকের নবজোয়ারে ফের মমতা। ইংরেজবাজার, শালবনির পর এবার কাকদ্বীপে। শুধু তাই নয়, কাকদ্বীপে কর্মসূচি সেরে গঙ্গাসাগরেও যেতে পারেন মু্খ্যমন্ত্রী। সূত্রের খবর তেমনই।
শিয়রে পঞ্চায়েত ভোট। প্রার্থী হিসেবে কাকে চান? গোপন ব্য়ালটে মতামত জানাচ্ছেন সাধারণ মানুষও। ২৫ এপ্রিল কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন অভিষেক। কর্মসূচির নাম, 'তৃণমূলে নবজোয়ার'। আগামী ১৬ জুন এই কর্মসূচি শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে এই নবজোয়ার কর্মসূচি নিয়ে মমতা ও অভিষেককে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট, 'ভাইপোর নবজোয়ার ব্যর্থ। পঞ্চায়েত স্তরে অবশেষে আসল নবজোয়ার আনছেন পিসি। কাটমানির নবজোয়ার'!
As "Bhaipo's Nabojowar" has failed to create ripples, Pishi has finally stepped in to usher in the "Original Nabojowar" for the Panchayat level Tolamool Leaders. The Nabojowar of Cut Money (কাট মানির নব জোয়ার) !!!
The Central Ministry of Rural Development (@MoRD_GoI) has… pic.twitter.com/uDM6KMngKx
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 2, 2023
এর আগে, মালদহে গিয়ে প্রথম 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা। এরপর সিবিআই নোটিশ পেয়ে যখন কর্মসূচির মাঝপথে কলকাতায় ফেরেন অভিষেক, তখন বাঁকুড়ার পাত্রসায়রে জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন তৃণমূলনেত্রী। পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও একমঞ্চে দেখা গিয়েছিল মমতা-অভিষেককে।