'আপনি এত আম পাঠিয়েছেন, দু'হাত ভরে বিলিয়েছি,' Hasina-কে ধন্যবাদ-চিঠি Mamata-র

রবিবার মোদী-মমতা-কোবিন্দের জন্য ২৬০০ কেজি হাড়িভাঙা আম উপহার পাঠান শেখ হাসিনা (Sheikh-Hasina)।

Updated By: Jul 9, 2021, 06:54 PM IST
'আপনি এত আম পাঠিয়েছেন, দু'হাত ভরে বিলিয়েছি,' Hasina-কে ধন্যবাদ-চিঠি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: হাড়িভাঙা আম উপহার পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন,'ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন।' 

গত রবিবার সীমান্তের স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য ২৬০০ কেজি  হাড়িভাঙা আম উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh-Hasina)।  এত বিপুল আম দু'হাত ভরে বিলিয়ে দিয়েছেন বলে চিঠিতে লিখেছেন মমতা। রংপুরের হাড়িভাঙা আম প্রথম খাচ্ছেন বলে আলাদা করে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়,'আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙা আমের নাম আমি শুনেছিলাম, আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে আমি দু'হাত ভরে বিলিয়েছি।'         

শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু বছরের আত্মিক সম্পর্ক। মমতাকে ছোট বোনের মতো স্নেহ করেন হাসিনা। আম-সৌজন্যে তা আরও একবার ঝালিয়ে নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন- বামশূন্য বিধানসভায় জ্যোতির জন্মদিনে মাল্যদান তৃণমূলের, আলাদা করে ফুল-মালা Suvendu-র
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.