বিজেপির মুখপাত্র, তোপ মমতার, যেখানে ইচ্ছে যাব, পাল্টা রাজ্যপালের

রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। 

Updated By: Nov 14, 2019, 11:00 PM IST
বিজেপির মুখপাত্র, তোপ মমতার, যেখানে ইচ্ছে যাব, পাল্টা রাজ্যপালের

সুতপা সেন: নাম না করে সরাসরি রাজ্যপালকে প্রথমবার নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন রাজ্যপাল। রাজ্যপাল আবার সাংবাদিকদের জানিয়েছেন, যেখানে প্রয়োজন হবে, সেখানে তিনি যাবেন। রাজনীতি ও প্রশাসনকে গুলিয়ে ফেলা অনুচিত। রাজ্যপাল এক্তিয়ারভূক্ত কাজ করছেন বলে তোপ দেগেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

মহারাষ্ট্রে রাজ্যপালের সুপারিশে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। শিবসেনা-সহ বিরোধীদের অভিযোগ, তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া হয়নি। বিজেপি নেতার মতো আচরণ করছেন রাজ্যপাল। সেই প্রসঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়ের নাম না করে বলেন,''বিজেপির মুখপত্র হিসেবে কাজ করছে। একটা সমান্তরাল শাসন চালাচ্ছে। আমার রাজ্যেও এটা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চলা উচিত। মনে রাখা দরকার, কেন্দ্র ও রাজ্য সরকার  নির্বাচিত।'' 

রাজ্যপাল আবার দাবি করেছেন, রাজনীতির সঙ্গে প্রশাসনকে গুলিয়ে ফেলা উচিত নয়। এটা করলে গণতন্ত্রের ক্ষতি। বুলবুল বিধ্বস্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। পরিস্থিতি খতিয়ে দেখছেন। তাঁর যাওয়ার দরকার হলে নিশ্চিতভাবে যাবেন।

রাজ্যপাল তোপ দেগে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,  সিঙ্গুরে উনি হঠাত্ চলে গেলেন। বিডিও অফিসে চলে গেলেন। আগে কখনও রাজ্যে এটা হয়নি। যেখানে চাইছেন চলে যাচ্ছেন, এটা এক্তিয়ারভূক্ত। প্রতিদিন রাজনীতি করতে বাজারে বেরিয়ে যাবেন, এটা হয় না।''  

শুক্রবার ফরাক্কায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রাজভবনের দাবি, তার উত্তর এখনও আসেনি। সে নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা। বলেন,''হেলিকপ্টার নিয়ে কোথায় যাবেন, এটা তো আমাদের জানা দরকার। সংবিধানের নীতিমালার মধ্যে থাকছেন না উনি। মুখ্যমন্ত্রী যাচ্ছেন হেলিকপ্টারে করে বুলবুল অধ্যুষিত এলাকা দেখতে। উনি কী করতে যাচ্ছেন?''

আরও পড়ুন- Exclusive: একুশে তৃণমূলের পোক্ত ডিফেন্স ভাঙতে বিজেপির ছক ৪-২-৪   

.