Mamata Banerjee Health Update: আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে আহত হন মমতা। তাঁর শারীরিক অবস্থার (Mamata Banerjee Health) উন্নতি হয়েছে বলে খবর। 

Updated By: Mar 12, 2021, 06:34 PM IST
Mamata Banerjee Health Update: আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাড়ে চিড় নেই বলে গতকালই জানিয়েছিলেন চিকিৎসকরা। চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজই তাঁকে ছাড়া হতে পারে বলে এসএসকেএম (SSKM) সূত্রের খবর। তবে বাড়ি ফিরে তাঁকে নিয়ম মেনে চলতে হবে। 

গতকালই এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। তবে হাড় ভাঙেনি। শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। এসএসকেএম সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়, কাঁধ ও কবজির ব্যথা আর নেই। গোড়ালির ফোলা খানিকটা কমলেও ব্যাথা রয়েছে। রাতে টিভি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের খোঁজখবরও নেন।

বুধবার নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্রিন করিডরে তাঁকে আনা হয় কলকাতার এসএসকেএমে (SSKM)। তারপর সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে তৃণমূল। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। অন্যদিকে, পাল্টা তদন্তের দাবি তুলেছে গেরুয়া শিবির। তারাও চিঠি দিয়েছে কমিশনকে। 

আরও পড়ুন- WB Assembly Election 2021: শুভেন্দুর মন্তব্যেই অশান্তি ছড়াচ্ছে, কমিশনে নালিশ পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের    

.