Mamata Banerjee Health Update: Mamata-র অনুরোধ রাখল SSKM, বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার (Mamata Banerjee Health) উন্নতি সন্তোষজনক বলে জানাল এসএসকেএম (SSKM)।
নিজস্ব প্রতিবেদন: আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন চিকিৎসকরা। তবে হাসপাতালে (SSKM) থাকতে চান না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ইচ্ছায় সম্মতি দিয়েছেন চিকিৎসকরা। তবে নিয়ম মেনে চলতে হবে তৃণমূল নেত্রীকে। সেই মতো সন্ধেয় এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শারীরিক অবস্থার উন্নতি সন্তোষজনক। এ দিন তাঁর প্লাস্টার খুলে ভিতরের আঘাত পর্যবেক্ষণ করেন চিকিৎকরা। ফোলাভাব কমেছে। গোড়ালির আঘাত অনেকটাই সেরেছে। নতুন করে প্লাস্টার করা হয়। আরও ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চেয়েছিল ৬ সদস্যের বিশেষজ্ঞ টিম। তিনি বারাবর অনুরোধ করায় ডিসচার্জের অনুমতি দেওয়া হয়। ৭ দিন পর পর্যবেক্ষণ করবে মেডিক্যাল বোর্ড। বাড়ি ফিরলেও নিয়ম মেনে চলতে হবে নেত্রী। বাঁ পায়ে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। এ দিন সন্ধেয় উডবার্ন ওয়ার্ড থেকে হুইলচেয়ারে হাতজোড় করে বেরিয়ে আসনে মমতা। এরপর গাড়ির সামনের সিটে বসেন। এখনও পুরোপুরি সুস্থ হননি মমতা, তাঁর চোখ-মুখ দেখেই বোঝা গিয়েছে।
CM Mamata Banerjee has responded well to the treatment. She has been discharged with appropriate instructions, due to her repeated requests. She has been advised to review after 7 days: SSKM Hospital, Kolkata pic.twitter.com/9eAfvWK5VL
— ANI (@ANI) March 12, 2021
গতকালই এসএসকেএমের (SSKM) অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। তবে হাড় ভাঙেনি। এসএসকেএম সূত্রের খবর, ঘাড়, কাঁধ ও কবজির ব্যথা আর নেই। গোড়ালির ফোলা খানিকটা কমলেও ব্যাথা রয়েছে।
আরও পড়ুন- WB assembly election 2021: আইকোরকাণ্ডে এবার CBI-র নোটিস শিক্ষামন্ত্রীকে, ভয় পাই না: Partha