Mamata Banerjee: পুর্নবাসন-আর্থিক প্যাকেজ ছাড়া উচ্ছেদ নয়, উদ্বাস্তুদের পাট্টা দিয়ে বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট দাবি, পুনর্বাসন, ক্ষতিপূরণ না দিয়ে উদবাস্তু উচ্ছেদ করতে দেব না। আদিবাসী, বনবাসীদের পাট্টা দেওয়ার কথাও বলেন মমতা। এই মঞ্চ থেকেই কেন্দ্রকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি করলেন। ভূমিহীন কৃষকদের কৃষি জমির পাট্টা বিলি করলেন তিনি। পাশাপাশি মঞ্চ থেকেই আরও একবার ভূমিহীন কৃষক, উদ্বাস্তুদের অধিকারের দাবি স্পষ্ট করলেন মমতা। তিনি বললেন, 'পাহাড়ে আগে জমি দিত না, এখন পাট্টা জট কেটেছে সেখানে। নিঃশর্ত জমির দলিল নিয়ে লড়াই করেছিলাম। এখনও তিনশো উদ্বাস্তু কলোনিতে পাট্টা দেওয়া হবে। গরীব মানুষকে উচ্ছেদ করা যাবে না। সব পরিবারকে সরকারি জমিতে পাট্টা দেওয়া হবে। পুর্নবাসন, আর্থিক প্যাকেজ না দিয়ে উচ্ছেদ করা হবে না। আমার সরকারের এই পলিসি নয়। আড়াই লক্ষ মানুষকে পাট্টা দেওয়া হবে।'
আরও পড়ুন, Governor Oath taking Ceremony: 'পদমর্যাদার সঙ্গে আপোস করব না', আসন নিয়ে ক্ষোভ প্রকাশ শুভেন্দুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট দাবি, পুনর্বাসন, ক্ষতিপূরণ না দিয়ে উদবাস্তু উচ্ছেদ করতে দেব না। আদিবাসী, বনবাসীদের পাট্টা দেওয়ার কথাও বলেন মমতা। এই মঞ্চ থেকেই কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে সরাসরি তোপ দেগে বললেন, 'নাগরিকত্ব নিয়ে ভুল বোঝানো হচ্ছে। সিসিএ কিছুতেই করতে দেব না। এনআরসি নিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। নাম বাতিল করার চেষ্টা করছে কেন্দ্র। এনআরসির বার্তা দিয়ে জনসাধারণকে ভোটার লিস্টে নাম তোলার আবেদনও জানালেন তিনি। নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে।'
মমতা আরও বলেন, 'সার নিয়ে কিছু সমস্যা হচ্ছে। কিন্তু সার বাংলা উৎপাদন করে না। আমরা কেন্দ্রের থেকে নিই। অথচ কেন্দ্র সরকার পর্যাপ্ত সার দিচ্ছে না। অগাস্ট, সেপ্টেম্বর এমনকী নভেম্বরেও চিঠি লেখা হয়েছে। কিন্তু সার দেওয়া হচ্ছে না। রাজনৈতিকভাবে মতবিরোধ হতে পারে কিন্তু ১০০ দিনের কাজের টাকা দেব না, সার দেব না এগুলো কেন? সরকার বিরোধী সবাইকে বলেছি চেষ্টা করুন যাতে সার পায় কৃষকরা, ১০০ দিনের টাকা দেওয়া হয়। এটা তাদের প্রাপ্য। ইকোনমিক ব্লকেট করে দেওয়ার প্ররোচনা দেওয়া হচ্ছে। ধিক্কার। বিরোধী রাজনীতি করেছি কিন্তু কোনওদিন উন্নয়ন বন্ধ করিনি। লক্ষ্মীর ভান্ডার রাজ্যের টাকা, কিন্তু কেন্দ্রের কাছে চিঠি যাচ্ছে কেন্দ্রের টাকার অপব্যবহার হচ্ছে।'
প্রসঙ্গত, এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ২০০ উদ্বাস্তু পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আদিবাসী, উদ্বাস্তু ভোট টানাই জমির পাট্টা বিলির নেপথ্য কারণ।