Mamata: অনেকেই প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? ব্যাখ্যা দিলেন নিজেই
'লোকাল ট্রেন চালাতে আরও কিছু দিন সময় নিচ্ছি', বললেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: আরও ১৫ দিনের জন্য রাজ্যে বহাল থাকবে বিধিনিষেধ। এই দফাতেও লোকাল ট্রেন চলবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ট্রেন চালানো নিয়ে একাধিক স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা। কিন্তু কেন এখনই ট্রেন চালানো সম্ভব নয়, বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'অনেকেই প্রশ্ন করছেন লোকাল ট্রেন (Local Train) কেন চলছে না?' নিজেই বলে তার উত্তর দিয়েছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'গ্রাম-গঞ্জে টিকার ব্যবস্থা না করলে করোনার প্রকোপ বাড়বে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য বাস, ট্রাম, অটো, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার কথা। এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জীবনের থেকে বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে বন্ধু।'
কর্মসূত্রে কলকাতায় আসেন বহু মানুষ। কিন্তু জেলায় এখনও টিকাকরণের হার বাড়েনি। কারণ পর্যাপ্ত টিকা পাঠাচ্ছে কেন্দ্র। তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন,'কলকাতার কাছাকাছি বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলাগুলি থেকে মানুষ চাকরি-বাকরির জন্য যাতায়াত করেন। ওই সব জেলায় ৫০ শতাংশ টিকাকরণ করে ফেলতে চাইছি। ট্রেনে বললাম নিয়ম মেনে যান। কিন্তু নিয়ম মানা তো দূরের কথা গাদাগাদি করে সবাই চলে গেল। তাই লোকাল ট্রেন চালাতে আরও কিছু দিন সময় নিচ্ছি।'
আরও পড়ুন- Covid-কালে নির্বাচন নিয়ে মত জানতে চাইল কমিশন; দ্রুত ভোট চেয়ে জবাবি-চিঠি দিচ্ছে TMC