কারও কাছে চাঁদা চাইতে ভালো লাগে না, লজ্জা লাগে, নির্বাচনী সংস্কারের সওয়াল Mamata-র

সরকারি বেতন বা পেনশন তিনি নেন না বলে মনে করিয়ে দেন মমতা (Mamata Banerjee)।

Updated By: Aug 28, 2021, 08:52 PM IST
কারও কাছে চাঁদা চাইতে ভালো লাগে না, লজ্জা লাগে, নির্বাচনী সংস্কারের সওয়াল Mamata-র

নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী সংস্কারের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় তাঁর বক্তব্য, দল চালাতে গেলে চাঁদা নিতে হয়। নির্বাচন কমিশনই ভোটের খরচ করুক। তাহলে আর চাঁদা তুলতে হবে না।         

নির্বাচনী সংস্কারের পক্ষে সওয়াল করে তৃণমূল নেত্রী (TMC Supremo) বলেন,'রাজনৈতিক দল করতে হলে চাঁদা দরকার। নেওয়া উচিত নয়। তাই নির্বাচন কমিশনকে টাকা দাও। নির্বাচনী সংস্কার করো। নির্বাচন কমিশন ভোটের খরচ করবে। আমরা খালি ভাষণ দেব ও দল চালাব। নির্বাচনী খরচ কমিশন দিলে চাঁদা নেওয়ার দরকার পড়বে না। কারও কাছে চাঁদা চাইতে ভালো লাগে না। লজ্জা লাগে।' 

সরকারি বেতন বা পেনশন তিনি নেন না বলে মনে করিয়ে দেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'একশোরও বেশি বই প্রকাশিত হয়েছে। তাতে যা আসে আমার চলে যায়। প্রাক্তন সাংসদ হিসেবে মাসে এক লাখ টাকা পেনশন পাই। মুখ্যমন্ত্রী হিসেবে এক লাখের বেশি মাইনে পাই। এক পয়সাও নিই না। মাসে দু-আড়াই লাখ টাকা ছেড়ে দিই। বছরে কত টাকা সরকারের বাঁচাই! অথচ আমার পরিবারের উপর আঙুল তুলছেন!' 

বিজেপির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়,'আপনাদের কাছে হাজার হাজার কোটির বন্ড এল কোথা থেকে? পিএম কেয়ারে টাকা কোথায়? ইডি তদন্ত করুক। সেন্ট্রাল ভিস্তার নির্মাণে হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এল জানতে তাই। অথচ কোভিড ভ্যাকসিনের টাকা নেই।'

আরও পড়ুন- Mamata: অভিষেকের সঙ্গে রাজনৈতিকভাবে লড়ো, তোমার নেতামন্ত্রীদের গ্রেফতার করিনি

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.