চাষিদের আয় বেড়েছে ৩ গুণ, কৃষক বন্ধু বড় প্রকল্প, সারা ভারতে বাংলাই প্রথম: Mamata

কৃষক বন্ধু প্রকল্পে ৬২ লক্ষ উপভোক্তার কাছে পৌঁছে যাবে টাকা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Updated By: Jun 17, 2021, 05:21 PM IST
চাষিদের আয় বেড়েছে ৩ গুণ, কৃষক বন্ধু বড় প্রকল্প, সারা ভারতে বাংলাই প্রথম: Mamata

নিজস্ব প্রতিবেদন: নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জিতে এসে দেড় মাসের মধ্যে তা পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করে তিনি জানালেন,''কৃষকদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ৫ হাজার টাকা থেকে ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে। খেতমজুর, বর্গাদাররা ন্যূনতম ৪ হাজার টাকা পাবেন। আগে ২ হাজার টাকা পেতেন।'' মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন,''এটা একটা বড় প্রকল্প। সারা ভারতে বাংলাই প্রথম।''

কৃষক বন্ধু প্রকল্পে ৬২ লক্ষ উপভোক্তার কাছে পৌঁছে যাবে টাকা। বছরে দু'কিস্তিতে দেওয়া হবে ১০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান,''আজই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেন ৯ লক্ষ ৭৮ হাজার কৃষক। আস্তে আস্তে বাকিরাও পেয়ে যাবেন।''

কৃষক-কল্যাণে সরকারের কাজের পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কথায়,''কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের মৃত্যু হলে ২ লক্ষ টাকা দেয় সরকার। ২৮ হাজার কৃষক পরিবারকে মৃত্যুকালীন সুবিধা ৫৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষক বার্ধক্যভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। উপভোক্তা ৬৬ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ। শস্য বিমার প্রিমিয়াম ৭০০ কোটি টাকা দেয় সরকার। ৬৪ লক্ষ কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় প্রায় ১ কোটি ২০ লক্ষ কৃষক পরিবারকে ৩ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছি। ১৮৬টি কিসান মান্ডি তৈরি হয়েছে রাজ্যে। ৫০ লক্ষের বেশি সয়েল হেল্থ কার্ড। ১৬৫০টি কাস্টম হায়ারিং সেন্টার থেকে নামমাত্র ভাড়ায় কৃষি যন্ত্রপাতি ভাড়া নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্যের ৬টি জেলায় ৫০ হাজার একর পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের জন্য মাটিসৃষ্টি প্রকল্প চালু করেছি।'' 

কেন্দ্রকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন,''দেশে অসংখ্য কৃষক মৃত্যুর ঘটনা ঘটছে। ৬ মাস ধরে কৃষক আন্দোলন চলছে। কিন্তু বাংলা উজ্জ্বল ব্যতিক্রম।'' কিসান পিএম সম্মান নিধির চেয়ে কৃষক বন্ধু যে এগিয়ে তাও বুঝিয়ে দেন মমতা (Mamata Banerjee)। বলেন,''কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় খুব কম লোক পান। কেন্দ্রের পরিকল্পনায় ২ একর জমি থাকলে পাবে। আমরা সবাইকে দিই। কেন্দ্রের প্রকল্পে খেতমজুর, বর্গাদার নেই। '' একইসঙ্গে তিনি দাবি করেন, বাংলায় কৃষকদের আয় ৩ গুণ বেড়েছে। এখন হয়তো আরও বেশি হবে।     

আরও পড়ুন- Live: বছরে ১০ হাজার টাকা, কৃষক বন্ধু প্রকল্পের সূচনা Mamata-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.