Mamata Banerjee: চেতলা অগ্রণীতে প্রতিমার চোখ আঁকলেন মুখ্যমন্ত্রী, ২৫৩ পুজোর ভার্চুয়াল উদ্বোধন এই প্রথম...

Mamata Banerjee: প্রতিমার সামনে প্যালেট ও তুলি নিয়ে কিছুক্ষণ দাঁড়ালেন তিনি। তারপর প্যালেট থেকে তুলি দিয়ে রং তুলে নিলেন এবং ধীরে ধীরে চোখ আঁকলেন। চেতলা অগ্রণীর তরফ থেকে মুখ্যমন্ত্রীকে এ জন্য বারবার ধন্যবাদ জানানো হল।

Updated By: Sep 25, 2022, 07:39 PM IST
Mamata Banerjee: চেতলা অগ্রণীতে প্রতিমার চোখ আঁকলেন মুখ্যমন্ত্রী, ২৫৩ পুজোর ভার্চুয়াল উদ্বোধন এই প্রথম...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহালয়াতেই যেন পুজোর সুর বাঁধা হয়ে গেল। চেতলা অগ্রণীতে হল পুজোর উদ্বোধন এবং মায়ের চক্ষুদান। করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক কালে এখানে বরাবরই চোখ আঁকেন মুখ্যমন্ত্রী। সেই মতোই এবারও কাজটি করলেন তিনি। চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই দুর্গাপ্রতিমার সামনে গিয়ে দাঁড়ালেন। তাঁর হাতে দেওয়া হল একটি প্যালেট ও তুলি। প্রতিমার সামনে সেই প্যালেট ও তুলি নিয়ে কিছুক্ষণ দাঁড়ালেন তিনি। তারপর প্যালেট থেকে তুলি দিয়ে রং তুলে নিলেন এবং ধীরে ধীরে চোখ আঁকলেন। চেতলা অগ্রণীর তরফ থেকে মুখ্যমন্ত্রীকে এ জন্য় বারবার ধন্যবাদ দেওয়া হল। তিনি তাঁর ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে চেতলা মণ্ডপে এসেছেন এবং প্রতিমার চক্ষুদান করেছেন, এজন্য বারবার কৃতজ্ঞতা প্রকাশ করা হল।  

আরও পড়ুন: Durga Puja 2022: শহরের পুজোয় শেষ মুহূর্তের তুলির টান; কোথাও চক্ষুদান, কোথাও একেবারে উদ্বোধন...

ওই মণ্ডপ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের বেশ কিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। মোট ২৫৩টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি পুজো ছিল। তাই দক্ষিণ ২৪ পরগনা জেলার তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হল। 

মুখ্যমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে বলেন, 'ভিড় সামলানো পুজোগুলোর দায়িত্ব। ববি (ফিরহাদ হাকিম) মাঝে মাঝে ভিআইপি টানার জন্য রাস্তা করে দেয়, আমি সুজিতকেও (সুজিত বসু) বলেছি, রাস্তা সচল রাখতে হবে।' মুখ্যমন্ত্রী এদিন মেয়র ফিরহাদ হাকিমকে বলেন, চেতলা অঞ্চলে নির্মলা মিশ্র ও প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে কিছু একটা করতে। 

শুধু উদ্বোধন বা দেবীর চক্ষুদানই নয়, মুখ্যমন্ত্রী এবার পুজোয় আটটি গানও লিখেছেন এবং সুর করেছেন! এর একটি গান গেয়েছেন বাবুল সুপ্রিয়ও। যদিও জানা গিয়েছে, সেই গান নাকি পছন্দ হয়নি মমতার। তিনি বলেছেন, বাবুল নাকি অন্তর দিয়ে গান গাননি!

প্রসঙ্গত, এই প্রথম আড়াইশোটির বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মোট ২৫৩টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলি হল: উত্তর ২৪ পরগনায় ২৩টি, দক্ষিণ ২৪ পরগনায় ২৪টি, হাওড়ায় ১৭টি, নদিয়ায় ৩টি, মুর্শিদাবাদে ১০টি, পূর্ব বর্ধমানে ৯টি, পশ্চিম বর্ধমানে ৪টি, পূর্ব মেদিনীপুরে ১৩টি, পশ্চিম বর্ধমানে ৪টি, বীরভূমে ১৫টি, হুগলিতে ১৭টি, ঝাড়গ্রামে ৬টি, বাঁকুড়ায় ১০টি, পুরুলিয়ায় ১১টি, মালদায় ১১টি, দক্ষিণ দিনাজপুরে ১০টি, উত্তর দিনাজপুরে ১০টি, দার্জিলিংয়ে  ১৫টি, কালিম্পংয়ে ৩টি, জলপাইগুড়িতে ১৭টি, আলিপুরদুয়ারে ১০টি, কোচবিহারে ৫টি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.