যোগীর রাজ্যে বিমানবন্দরেই 'বাধা' অখিলেশকে, গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে সরব মমতা

তীব্র ক্ষোভপ্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Feb 12, 2019, 09:24 PM IST
যোগীর রাজ্যে বিমানবন্দরেই 'বাধা' অখিলেশকে, গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে সরব মমতা

নিজস্ব প্রতিবেদন: প্রয়াগরাজে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বিমানবন্দরেই আটকানো হল অখিলেশ যাদবকে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিউনের অনুষ্ঠানে অংশগ্রহণে তাঁর অনুমতি না থাকায়, বিমানবন্দরেই রুখে দেওয়া হয় অখিলেশকে। আর এনিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, দেশে গণতন্ত্র কোথায়? 

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ইতিমধ্যেই অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছি। বিজেপির এই ধরনের আচরণের বিরোধিতা করছি। জিগনেশ মেবানিকেও আটকানো হয়েছে। দেশে গণতন্ত্র কোথায়? কিন্তু, ওরা সকলকে নীতিশিক্ষা দিচ্ছে?   

নবান্নে মমতা বলেন,''বিজেপি অগণতান্ত্রিক দল। মুখেই গণতন্ত্রের কথা বলে। বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে। ওদের রাজ্যে পুলিস খুন হচ্ছে''।   

জিগনেশ মেবানি লিখেছেন, ''নরেন্দ্র মোদীর জমানায় অনেকেই মেরুদণ্ডহীন হয়ে পড়ছেন। মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লজ্জাজনক দিন। তীব্র নিন্দা করছি''।    
  

লালুপুত্র তেজস্বী যাদবের কথায়,''দেশের সবচেয়ে বড় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে লিখিত নির্দেশিকারি ছাড়াই আটকানো হয়েছে। অজয় বিষ্টের উপরে তো ফৌজদারি মামলা রয়েছে, অখিলেশের বিরুদ্ধে তো তাও নেই''।        

 

সমাজবাদী পার্টির ছাত্র সংগঠন শাখা ‘ছাত্র সভা’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনয়নের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছে। তারই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু অখিলেশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে জানানো হয়, অনুষ্ঠানে রাজনীতিকদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে না। অখিলেশের অভিযোগ, ভয় পাচ্ছে বিজেপি। তিনি দাবি করেন, অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে গত বছর ডিসেম্বরে জানানো হয়, তার পরও সরকার বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে। এমনকি অখিলেশের বিস্ফোরক দাবি, তাঁর বাড়িতে নজরদারি বসানো হচ্ছে।

আরও পড়ুন- রথযাত্রা রুখতে উপরতলার চাপে গোয়েন্দা রিপোর্ট, স্টিং হাতিয়ার বিজেপির

.