বাড়িতে টাকা রাখলে আসছে ইডি-সিবিআই, ব্যাঙ্কে গ্যারান্টি নেই: মমতা

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা। 

Updated By: Dec 5, 2019, 07:39 PM IST
বাড়িতে টাকা রাখলে আসছে ইডি-সিবিআই, ব্যাঙ্কে গ্যারান্টি নেই: মমতা

মৌমিতা চক্রবর্তী: দেশের আর্থিক অবস্থা নিয়ে ইনফোকমের উদ্বোধনী মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। ঘরে টাকা রাখলে নোটবন্দি হচ্ছে, ব‍্যাঙ্কে রাখলে লুঠবন্দি। এত বাধা সত্ত্বেও রাজ্যে শিল্পায়নের কাজ চলছে বলেও দাবি করেন মমতা।       

দেশের জিডিপি ক্রমশ নিম্নগামী। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছে, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের দেশের আর্থিক বৃদ্ধি দাঁড়িয়েছে ৪.৫ শতাংশে। বৃহস্পতিবার ইনফোকমের মঞ্চে দেশের আর্থিক অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা। বলেন,''দেশে সর্বত্র অনিশ্চয়তা। ব‍্যাঙ্কিং ব‍্যবস্থার অবস্থা খারাপ। খুব আতঙ্কের বিষয়। আমরা সবাই টাকা ব‍্যাঙ্কে রাখি। কিন্তু এমন মহামারীর মতো অবস্থা অতীতে কখনও হয়নি। পেঁয়াজের দাম এত। টু মাচ! কোনও কন্ট্রোল নেই। শুধুমাত্র হিন্দু-মুসলমান রাজনীতিতে কাজ হয় না। সত‍্যি চেপে রেখে কিছু হয় না। আমি সবাইকে নিয়ে কাজ করি।'' মমতার কথায়, ''ব্যাঙ্কে টাকা রাখলে ইডি-সিবিআই লেলিয়ে দিচ্ছে। আর ব্যাঙ্কে টাকা রাখলে কোনও গ্যারান্টি নেই। একলাখের বেশি আপনি টাকা তুলতে পারবেন না।'' 

মুখ্যমন্ত্রী আরও বলেন,''সবাই আন্ডার স্ক‍্যানারে। শিল্পপতিরা কাজ করবেন কীভাবে? সবাই ভয়ে রয়েছেন। কেউ শিল্প করতে চাইছে না। ভুল করলে ছাড়বেন কেন কিন্তু অন‍্যায়ভাবে সব করলে চলবে না। কেন অকারণে শিল্পের সব ব্যাপারে নাক গলাচ্ছে? ব্যাঙ্ককে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব‍্য‌াঙ্কগুলিকে সংযুক্ত করছে, এটা কি সঠিক সিদ্ধান্ত? আমি রেলমন্ত্রী থাকাকালীন অনেকে প্রশ্ন করত। কিন্তু এখন এরা তো রেল, এয়ারইন্ডিয়া অর্ডিন‍্যান্স ফ‍্যাক্টারি- সব বিক্রি করে দিতে চাইছে।'' 

শিল্পপতিদের মমতার বার্তা, আমি কৃষক ও শিল্প দুটোকেই গুরুত্ব দিই। রাজনৈতিক বিভেদ থাকতে পারে। কিন্তু আপনারা উন্নতি করুন। আমরা কখনও বিভেদ আনতে দেব না।

আরও পড়ুন- মেটিয়াবুরুজে বাসিন্দাদের উত্‍খাত করে বিশেষ সম্প্রদায়কে তোষণ করছেন মমতা: মুকুল

.