Mamata: বাংলার গরুরা দুধ দেয়, চাষিরা উৎপাদন করে, Mother Dairy-কে বাংলা ডেয়ারি করব

নাম বদলে আরও কিছু দিন সময় লাগবে। এনিয়ে প্রধান সচিব ও মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। 

Updated By: Aug 18, 2021, 05:50 PM IST
Mamata: বাংলার গরুরা দুধ দেয়, চাষিরা উৎপাদন করে, Mother Dairy-কে বাংলা ডেয়ারি করব

নিজস্ব প্রতিবেদন: দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা 'মাদার ডেয়ারি'র নাম পাল্টে করা হচ্ছে 'বাংলা ডেয়ারি'। বুধবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

এ দিন মুখ্যমন্ত্রী বলেন,'মাদার ডেয়ারিকে আমরা বাংলা ডেয়ারি করব। এআরডি দফতরকে আগে অনেকবার বলেছি। মাদার ডায়েরি আলাদা কোম্পানি। এটা বাংলার কোম্পানি নয়। আমার যখন বাংলার গরুরা দুধ দেয়, বাংলার চাষিরা দুধ উৎপাদন করে তাহলে বাংলা ডেয়ারি কেন করব না!'

নাম বদলে আরও কিছু দিন সময় লাগবে। এনিয়ে প্রধান সচিব ও মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,'বাংলার সঙ্গে সম্পর্কিত বাংলা ডেয়ারি করব। মাদার ডেয়ারির নামে চালাই। মাদার ডেয়ারির নামে চালাব না।' পরে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী জানান,'মাদার ডেয়ারি তো আছে। অন্য জায়গার উৎপাদনকারী। এ রাজ্যের নয়। এটা অন্য কোম্পানি। বাংলার নিজস্ব কোম্পানি। বাংলা ডায়েরিতে খুব ভালো দই, আইসক্রিম ও দুধ পাওয়া যাবে। সবাই খাক না। আরও নানারকম জিনিস বিক্রি করুন।'

আরও পড়ুন- Covid-19: গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন, ঘোষণা Mamata-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.