"কেন অমিত শাহের বাড়িতে তল্লাসি হচ্ছে না?" প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা "অনৈতিক" ও "রাজনৈতিক প্রতিহিংসাপরায়নতার নজির"। ফের টুইটে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ওয়েব ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা "অনৈতিক" ও "রাজনৈতিক প্রতিহিংসাপরায়নতার নজির"। ফের টুইটে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রী বলেছেন, "কিছুদিন আগে কেজরিওয়ালের মুখ্যসচিবের বাড়ি তল্লাসি হয়। এবার নিশানায় তামিলনাড়ুর মুখ্যসচিব। কেন বার বার এমন অনৈতিক,প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে কেন্দ্র? এধরণের পদক্ষেপ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। কেন অমিত শাহের বাড়িতে তল্লাসি হচ্ছে না? আমরা দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু, এভাবে তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে তল্লাসি সিভিল সার্ভিসের শীর্ষ পদের অবমাননা। রাজ্য নেতৃত্বকে জানানোর পরই এধরণের পদক্ষেপ করা উচিত ছিল।"
Earlier the Principal Secretary of @ArvindKejriwal was raided and harassed. Now i read Chief Secretary TN also raided 1/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2016
Why this vindictive, unethical, technically improper action? Is it only to disturb the federal structure? 2/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2016
Why don't they raid Amit Shah and others who are collecting money? 3/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2016
আরও পড়ুন, নোট বাতিল নিয়ে ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ মমতার!