কলকাতার বহুতলে বিধ্বংসী আগুন, লকডাউনের আবহে চাঞ্চল্য ছড়াল এলাকায়

 করোনা সংক্রমণ রুখতে দেশে ২১ দিনের লকডাউন চলছে, তার জেরে এমনিতেই শুনশান শহর কলকাতার অন্যতম ব্যস্ত ওই অঞ্চল

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Mar 30, 2020, 01:32 PM IST
কলকাতার বহুতলে বিধ্বংসী আগুন, লকডাউনের আবহে চাঞ্চল্য ছড়াল এলাকায়
নিজস্ব চিত্র I শ্রেয়শী গঙ্গোপাধ্য়ায়

নিজস্ব প্রতিবেদন: কলকাতার বহুতলে আগুন আতঙ্ক। ভবানীপুরের  গ্যালেক্সি আবাসনে ১৬ তলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। টানা ৪৫ মিনিটের চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে  আগুন। 

সকাল ১০ টা বেজে ১৫ মিনিটে আগুন লাগে। ঘণ্টা খানেকের মধ্যেই দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।  ভবানীপুর এলাকার ওই বহুতল থেকে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন প্রতিবেশীরা। আগুনের উৎসস্থল ১৬-এ ফ্ল্যাট। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন। বহুতলটিতে যথেষ্ট অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন- সব জেলায় একটি করে 'করোনা হাসপাতাল', নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যসরকারের
 করোনা সংক্রমণ রুখতে দেশে ২১ দিনের লকডাউন চলছে, তার জেরে এমনিতেই শুনশান শহর কলকাতার অন্যতম ব্যস্ত ওই অঞ্চল। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে খবর।

 লকডাউনের জেরে বহুতলের বেশিরভাগ বাসিন্দাই অগ্নিকাণ্ডের সময় ঘরেই ছিলেন। দমকল বিভাগের কর্মীরা তাঁদের উদ্ধার করেছ্ন বলে খবর। তবে এই বহুতলে আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ ভালো রকমই হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

.