ওভারলোড ট্রাকের জেরে ভাঙতে পারে আরও সেতু, মমতাকে চিঠি

রাজ্যে ২০ চাকার ট্রাক নিষিদ্ধ করেছে সরকার। 

Updated By: Sep 9, 2018, 12:00 AM IST
ওভারলোড ট্রাকের জেরে ভাঙতে পারে আরও সেতু, মমতাকে চিঠি

নিজস্ব প্রতিবেদন: মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যে ২০ চাকার ট্রাক নিষিদ্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন রাজ্যের ট্রাক অ্যাসোসিয়েশন ফে়ডারেশনের সভাপতি। ওই চিঠিতে তিনি আবেদন করেছেন, অতিরিক্ত বোঝার ট্রাকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক সরকার। এর ফলে রাজ্যের সেতুগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহিন্দর সিং গিল চিঠিতে লিখেছেন, পশ্চিমবঙ্গে বহন ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য নিয়ে ট্রাক চলাচল করে। প্রথমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল। তবে তারপর এব্যাপারে উদাসীন প্রশাসন। তাঁর আবেদন, বহন ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভবিষ্যতে আরও সেতু ভেঙে পড়তে পারে। 

অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সজল ঘোষ বলেন, ২০ চাকার ট্রাক রাজ্যে তেমন চলাচল করে না। তবে অতিরিক্ত বোঝার ট্রাক বন্ধ করতে হবে। পুলিস ও ট্রাক চালকদের মধ্যে বোঝাপড়ার আছে বলেও অভিযোগ করেন সজলবাবু।  

.