মহামিলন মঠের মহারাজ করোনা আক্রান্ত

মহামিলন মঠের মহারাজ ভিত্থাল রামানুজ মহারাজ গত সপ্তাহে করোনা পরীক্ষা করান এবং রিপোর্ট পজেটিভ আসে। সূত্রের খবর, তার চিকিৎসা চলছে এবং তিনি দ্রুত সেরে উঠছেন। 

Updated By: Oct 19, 2020, 10:00 AM IST
 মহামিলন মঠের মহারাজ করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন:  বরানগরের মহামিলন মঠের মহারাজ ভিত্থাল রামানুজ মহারাজ গত সপ্তাহে করোনা পরীক্ষা করান এবং রিপোর্ট পজেটিভ আসে। সূত্রের খবর, তার চিকিৎসা চলছে এবং তিনি দ্রুত সেরে উঠছেন। 

মঠের মুখপাত্র জানিয়েছেন, একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, মন্দির চত্বর থেকে ৫০০ মিটার দূরে সীতারাম ভবনে থাকতেন মহারাজ। তাঁর বাসস্থান, মন্দির চত্বর, এবং তাঁর সংস্পর্শে আসা সমস্ত কিছু স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি মন্দির চত্বরে দর্শনার্থীদের আসা বন্ধ করা হচ্ছে না। কারণ মূখপাত্র জানিয়েছেন কোভিড-১৯ এর সমস্ত বিধি নিষেধ মেনেই কাজ চলছে।  

আরও পড়ুন: নতুন কোনও সমস্যা নেই, সৌমিত্র-ভক্তদের মন ভাল করা খবর দিলেন চিকিত্সকরা

এর আগে ইউরিন ইমফেকশনে আক্রান্ত হয়েছিলেন মহারাজ। ফলে এরপর কিডনির একাধিক সমস্যায় ভোগেন তিনি। সূত্রের খবর মহারাজের সহকারী আপাতত আইসোলেশনে রয়েছে। চলতি বছর জুনের ১৫ তারিখ থেকে খুলে দেওয়া হয় মঠ। সেই থেকে প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০ জন দর্শনার্থী আসেন মহামিলন মঠে। 

প্রতিদিন দু-বেলা দু ঘণ্টার জন্য মঠ চত্বর খুলে দেওয়া হয়।   

.