অনশন মঞ্চ থেকে বাড়ি ফিরে মৃত্যু হল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার

অনশন মঞ্চ থেকে বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের এক শিক্ষিকার। গত বিশে অক্টোবর মৃত্যু হয় সহ শিক্ষিকা ছন্দা কুণ্ডু সাহার।  উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া ব্লকের পুকুরিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন ছন্দা। অনুমোদিত চারশো সাতানব্বইটি মাদ্রাসা শিক্ষাকেন্দ্রকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় আনা এবং নিয়মিত শিক্ষকদের মতো সুযোগসুবিধার দাবিতে  লাগাতার অনশনে বসেছেন মাদ্রাসার শিক্ষকেরা। অনশন চলছে কলকাতার হাজি মহম্মদ মহসিন স্কোয়ারে। অনশন আজ ছাব্বিশ দিনে পড়ল। দফায় দফায় অনশনে অংশ নিচ্ছেন মাদ্রাসা শিক্ষকেরা। গত সতেরোই অক্টোবর অনশনে যোগ দেন  পুকুরিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের সহ শিক্ষিকা ছন্দা। টানা চারদিন অনশনের পর কুড়ি তারিখ বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। আজ অনশন মঞ্চে ছন্দাকে স্মরণে করেন তাঁর সহকর্মীরা ।

Updated By: Oct 26, 2015, 09:15 PM IST
অনশন মঞ্চ থেকে বাড়ি ফিরে মৃত্যু হল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার

ওয়েব ডেস্ক: অনশন মঞ্চ থেকে বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের এক শিক্ষিকার। গত বিশে অক্টোবর মৃত্যু হয় সহ শিক্ষিকা ছন্দা কুণ্ডু সাহার।  উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া ব্লকের পুকুরিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন ছন্দা। অনুমোদিত চারশো সাতানব্বইটি মাদ্রাসা শিক্ষাকেন্দ্রকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় আনা এবং নিয়মিত শিক্ষকদের মতো সুযোগসুবিধার দাবিতে  লাগাতার অনশনে বসেছেন মাদ্রাসার শিক্ষকেরা। অনশন চলছে কলকাতার হাজি মহম্মদ মহসিন স্কোয়ারে। অনশন আজ ছাব্বিশ দিনে পড়ল। দফায় দফায় অনশনে অংশ নিচ্ছেন মাদ্রাসা শিক্ষকেরা। গত সতেরোই অক্টোবর অনশনে যোগ দেন  পুকুরিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের সহ শিক্ষিকা ছন্দা। টানা চারদিন অনশনের পর কুড়ি তারিখ বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। আজ অনশন মঞ্চে ছন্দাকে স্মরণে করেন তাঁর সহকর্মীরা ।

 

.