চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু মধ্যমগ্রামের নির্যাতিতার, নিন্দায় সরব সব মহল

চিকিত্সায় গাফিলতির কারণেই মেয়ের মৃত্যু হয়েছে। এই অভিযোগে আর জি কর হাসপাতালের সুপার এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন নির্যাতিতার বাবা। মৃতার পরিবারের অভিযোগ, বার্ন ইউনিট না থাকা সত্ত্বেও আর জি করে ফেলে রাখা হয়েছিল নির্যাতিতাকে। মৃতার বাবার অভিযোগ, সরকারের তরফে কোনও সাহায্যই পাননি তাঁরা।

Updated By: Dec 31, 2013, 07:15 PM IST

চিকিত্সায় গাফিলতির কারণেই মেয়ের মৃত্যু হয়েছে। এই অভিযোগে আর জি কর হাসপাতালের সুপার এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন নির্যাতিতার বাবা। মৃতার পরিবারের অভিযোগ, বার্ন ইউনিট না থাকা সত্ত্বেও আর জি করে ফেলে রাখা হয়েছিল নির্যাতিতাকে। মৃতার বাবার অভিযোগ, সরকারের তরফে কোনও সাহায্যই পাননি তাঁরা।

চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে মধ্যমগ্রামের নির্যাতিতার। এমনই অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিনতি ঘোষও। তাঁর অভিযোগ, এসএসকেএমে স্থানান্তরিত করার জন্য বারবার ডেপুটেশন দিয়েও কোনও লাভ হয়নি।

নারীর মর্যাদাবোধে আঘাত হানতে চাইছে বর্তমান সরকার। পার্ক স্ট্রিট, কামদুনি থেকে মধ্যমগ্রামের ঘটনা তারই প্রমাণ। এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী।

মধ্যমগ্রামের নির্যাতিতার মৃত্যুর ঘটনার কড়া নিন্দা করলেন বিশিষ্টজনেরা। এধরনের ঘটনা আটকাতে প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেন চিত্রশিল্পী সমীর আইচ। নারী আন্দোলনের কর্মী শাশ্বতী ঘোষ বলছেন, এই ঘটনার পর দোষীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্ত আরও জোরদার করা উচিত প্রশাসনের।

চিকিত্সার গাফিলতিতেই মৃত্যু হয়েছে নির্যাতিতার। মধ্যমগ্রামের নির্যাতিতার মৃত্যু রাজ্যের পক্ষে লজ্জাজনক ঘটনা। এমনই প্রতিক্রিয়া সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীর। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরে উত্সাহ পাচ্ছে ধর্ষণকারীরা। নির্যাতিতার মৃত্যুর খবর পেয়েই আর জি কর হাসপাতালে যান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী।

মধ্যমগ্রামের নির্যাতিতার মৃত্যুর ঘটনা আবারও সামনে এনে দিল রাজ্যে মহিলাদের নিরাপত্তার অবস্থাটা। বললেন পার্ক স্ট্রিটের নির্যাতিতা সুজেট। একই সঙ্গে তিনি বলেন, এধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ক্রমশ বাড়ছে সচেতনতা।

নির্যাতিতার মৃত্যুতে আরও একবার সামনে চলে এল রাজ্যের অমানবিক মুখ। এমনই প্রতিক্রিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামীর। এই ঘটনার পরও সুশীল সমাজ কেন এগিয়ে আসছেন না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

.