জেলে বিবস্ত্র করে তল্লাসির অভিযোগ মধুজা সেনরায় সহ তিন SFI মহিলা কর্মীর

আলিপুর জেলে বিবস্ত্র করে তল্লাসি। অভিযোগ  মধুজা সেনরায় সহ  SFI-এর ৩ মহিলা কর্মীর। ১০ মার্চ  জেলে ঢোকানোর সময় তল্লাসির অভিযোগ। মহিলা কমিশনে গিয়ে নালিশ SFI-এর রাজ্য সভানেত্রী মধুজা সেন রায়ের। এক মহিলা জেলকর্মী তল্লাসির নামে তাঁদের পোশাক খুলতে বাধ্য করে বলে অভিযোগ।

Updated By: Mar 17, 2017, 09:50 PM IST
জেলে বিবস্ত্র করে তল্লাসির অভিযোগ মধুজা সেনরায় সহ তিন SFI মহিলা কর্মীর

ওয়েব ডেস্ক: আলিপুর জেলে বিবস্ত্র করে তল্লাসি। অভিযোগ  মধুজা সেনরায় সহ  SFI-এর ৩ মহিলা কর্মীর। ১০ মার্চ  জেলে ঢোকানোর সময় তল্লাসির অভিযোগ। মহিলা কমিশনে গিয়ে নালিশ SFI-এর রাজ্য সভানেত্রী মধুজা সেন রায়ের। এক মহিলা জেলকর্মী তল্লাসির নামে তাঁদের পোশাক খুলতে বাধ্য করে বলে অভিযোগ।

উল্লেখ্য, ৯ তারিখ ধর্মতলায় SFI-এর আইন অমান্য কর্মসূচি থেকে গ্রেফতার হন মধুজা সহ ৩ মহিলা কর্মী। সেই রাতে লালবাজারেই রাখা হয় তাঁদের। পরের দিন আদালত থেকে নিয়ে যাওয়া হয় আলিপুর জেলে। ১৪ই মার্চ মঙ্গলবার ১০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়ে যায় ৮জনের।

.