সাধারণ ধর্মঘট নিয়ে ফের হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর

আঠাশে ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘট নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। মহাকরণে বসে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন শহরের ৭০ শতাংশ অটো বেআইনী। তাঁর হুঁশিয়ারি, অটো চালকরা ধর্মঘটের দিন অটো না চালালে বেআইনি অটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Updated By: Feb 25, 2012, 06:40 PM IST

আঠাশে ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘট নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। মহাকরণে বসে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন শহরের ৭০ শতাংশ অটো বেআইনী। তাঁর হুঁশিয়ারি, অটো চালকরা ধর্মঘটের দিন অটো না চালালে বেআইনি অটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১১টি শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের দিন যত এগোচ্ছে, ততই অবস্থান কঠোর করছে রাজ্য সরকার। শনিবার কলকাতা শহরের অটো চালকদের উদ্দেশে যে বার্তা রাজ্যের পরিবহণমন্ত্রী দিয়েছেন, তা নিসন্দেহে হুঁশিয়ারি।
শুধু অটো চালকরাই নয়, ওই দিন পরিবহণকর্মীরা যাতে কাজে আসেন তা নিশ্চিত করতেও তত্‍‍‍পর হয়েছেন পরিবহণমন্ত্রী। শনিবার তিনি জানান, আগামী দুদিন শহরের বিভিন্ন বাস ডিপোয় ঘুরবেন তিনি।
বিমা সংস্থা গুলির নিয়ম, ধর্মঘটের দিন কোনও যান ক্ষতিগ্রস্ত হলে বিমার টাকা পাওয়া যায়না। রাজ্যের পরিবহণমন্ত্রীর দাবি, এব্যাপারে বিমা সংস্থা গুলির সঙ্গে কথা বলবে রাজ্য সরকার। শুধু পরিবহণমন্ত্রী নন, ধর্মঘটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখার্জি।
২৮ তারিখের ধর্মঘটের দিন পরিবহণকর্মীরা কাজে যোগ না দিলে সার্ভিস ব্রেক হবে বলে শুক্রবার জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ওই দিন যান চলাচল স্বাভাবিক রাখতে অল্প সময়ের ব্যবধানে সরকারি বাস রাস্তায় নামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবহণমন্ত্রী। ওই দিন সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করতে আগেই বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব।
উল্লেখ্য, ডান বাম নির্বিশেষে সব শ্রমিক সংগঠনের নেতৃত্বের বক্তব্য ধর্মঘটে অংশগ্রহণকারী কোনও কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকার শুধুমাত্র বেতন কাটতে পারে। আর কোনও আইনী পদক্ষেপ নেওয়ার অধিকার সরকারের নেই। কারণ পশ্চিমবঙ্গ সরকারের সার্ভিস রুল ১৯৮০'র পার্ট একের অ্যাপেন্ডিক্স ছয়ের 'এ' এবং ক্লজ চার অনুযায়ী সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করা এবং ধর্মঘটের অধিকার রয়েছে। ধর্মঘটের বিরুদ্ধে সরকার কড়া অবস্থান নিলেও রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘটের প্রচারে সামিল হয়েছেন ধর্মঘটীরা। শনিবার শিল্পাঞ্চল শহর আসানসোলে ধর্মঘটের প্রচারে বিশাল মিছিল করে ডিওয়াইএফআই।

.