অটো চালকের হাতে নিগৃহিত পুলিস, মদনের গলায় সেই কড়া সুর
দক্ষিণ কলকাতার চেতলায় অটো চালকের হাতে প্রাক্তন পুলিস অফিসার নিগ্রহের ঘটনায় এবার কড়া শাস্তির সুপারিশ করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। রবিবার পর্ণশ্রীর বাড়ি থেকে ট্যাক্সিতে ঢাকুরিয়া যাচ্ছিলেন কলকাতা পুলিসের প্রাক্তন অফিসার প্রবীরবরণ সরকার ও তাঁর স্ত্রী ইন্দ্রানি দেবী।
দক্ষিণ কলকাতার চেতলায় অটো চালকের হাতে প্রাক্তন পুলিস অফিসার নিগ্রহের ঘটনায় এবার কড়া শাস্তির সুপারিশ করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। রবিবার পর্ণশ্রীর বাড়ি থেকে ট্যাক্সিতে ঢাকুরিয়া যাচ্ছিলেন কলকাতা পুলিসের প্রাক্তন অফিসার প্রবীরবরণ সরকার ও তাঁর স্ত্রী ইন্দ্রানি দেবী। চেতলা ব্রিজের আগে দুটি অটো ট্রাফিক আইন ভেঙে বেপরোয়া ভাবে ট্যাক্সির পাশ কাটিয়ে যায়।
প্রবীরবাবুর অভিযোগ, সামাল দিতে গিয়ে প্রায় দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁদের ট্যাক্সিটি। প্রবীরবাবু জানিয়েছেন, অটোদুটিকে থামিয়ে তিনি ঘটনার প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হয় অটোচালকরা। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । অটোচালকদের বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগ দায়ের হয়। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে অভিযুক্ত অটো চালকদের `টিআই` প্যারেড হবে।দোষী প্রমাণ হলে তাদের আজীবন শহরের সমস্ত রুট থেকে সাসপেন্ড করা হবে। পাশাপাশি নেওয়া হবে ফৌজদারি আইন মোতাবেক ব্যবস্থা।