ফের হাসপাতালে ভর্তি মদন মিত্র

ফের হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পরিবহণ ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। পিঠে সমস্যার কারণে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হতে হল মদন মিত্রকে। আগামিকাল ডাক্তার তাঁর শারীরিক সমস্যার পরীক্ষা করবেন।

Updated By: Nov 16, 2014, 08:25 PM IST
ফের হাসপাতালে ভর্তি মদন মিত্র

ওয়েব ডেস্ক: ফের হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পরিবহণ ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। পিঠে সমস্যার কারণে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হতে হল মদন মিত্রকে। আগামিকাল ডাক্তার তাঁর শারীরিক সমস্যার পরীক্ষা করবেন।

কেন্দ্রে তাদের সরকার। এই শক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। অভিযোগ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, অশান্তি ছড়ানোর লক্ষ্যে রাজ্যে সশস্ত্র বাহিনী তৈরি করছে বিজেপি।

পুলিসকে সঙ্গে নিয়ে পাড়ুইয়ে আক্রমণ চালাচ্ছে তৃণমূল। অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। গোটা বিষয়টি তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। পাড়ুইয়ে সন্ত্রাসের প্রতিবাদে বুদ্ধিজীবীদের পথে নামার অনুরোধ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

পাড়ুইয়ে লাগাতার অশান্তির দায় এড়াতে পারে না কেন্দ্রীয় সরকারও। অভিযোগ করলেন অধীর চৌধুরী। পাড়ুইতে  সংঘর্ষের জন্য  তৃণমূলকেই কাঠগড়ায় তুলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বিজেপিই মূল টার্গেট। সিপিআইএম-এর সাম্প্রতিক সব সভাসমিতিতে বারবার উঠে এসেছে এই বক্তব্য। আসছে  ছয়ই ডিসেম্বর আরও কিছু বামপন্থী দলকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচিও নিয়েছে বামফ্রন্ট। কিন্তু পাড়ুইতে বিজেপি-তৃণমূল সংঘর্ষের প্রসঙ্গে তৃণমূলকেই কাঠগড়ায় তুলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

.