আত্মসমর্পণ করতে চলেছেন মদন মিত্র, তাঁর জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

"আত্মসমর্পণ করতে বলছে কোর্ট। টেলিভিশন মারফৎ জানতে পেরেছি। তাই আদালতে সমর্পণ করব। হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তাই মেনে চলব। কোর্টের রায় মেনেই আত্মসমর্পণ করছি। কোর্ট যা বলবে তাই মেনে চলব। কোর্টের কোনও নির্দেশ অমান্য করব না।" ২৪ ঘণ্টাকে বললেন মদন মিত্র।

Updated By: Nov 19, 2015, 04:40 PM IST
আত্মসমর্পণ করতে চলেছেন মদন মিত্র, তাঁর জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

ওয়েব ডেস্ক: "আত্মসমর্পণ করতে বলছে কোর্ট। টেলিভিশন মারফৎ জানতে পেরেছি। তাই আদালতে সমর্পণ করব। হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তাই মেনে চলব। কোর্টের রায় মেনেই আত্মসমর্পণ করছি। কোর্ট যা বলবে তাই মেনে চলব। কোর্টের কোনও নির্দেশ অমান্য করব না।" ২৪ ঘণ্টাকে বললেন মদন মিত্র।

আজই আত্মসমপর্ণ করছেন মদন মিত্র। পুলিসকে জানিয়েছেন মদন মিত্রের আইনজীবী। দীর্ঘ নাটকের পর তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। বেল নয় জেলেই থাকবেন মদন মিত্র। কিন্তু তিনি এও জানান, এখনও পর্যন্ত কোর্টের কোনও নির্দেশ তিনি বা তাঁর আইনজীবীর হাতে আসেনি। শুধুমাত্র টিভিতে দেখেই আত্মসমর্পণ করতে চলেছেন তিনি।

মিডিয়াতে খবর দেখার পর রীতিমত ভেঙে পড়েছেন তিনি। অনুগামীদের ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন তিনি। গতকাল দিনভর নাটকের পর অবশেষে মদনের জামিন খারিজ করে দিল হাইকোর্ট।

নিম্ন আদালতের দেওয়া জামিনের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হল তাঁকে। মদনের তরফ থেকে ৭ দিন সময় চাওয়া হয়েছিল কিন্রতু তাও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রায়ের প্রতিলিপি হাতে পেলেই আত্মসমপর্ণের নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুর সেন্ট্রাল জেলে তৎপরতা চলছে। মদম মিত্রের জন্য তৈরি রাখা হচ্ছে জেলের ৬ নঙ ওয়ার্ড। ব্যবস্থগা করা হচ্ছে নতুন বিছানার।

প্রসঙ্গত, গতকাল হাইকোর্টে মদন মিত্র জামিন মামলার শুনানি ছিল। কিন্তু সেখানে কোর্টের তরফ থেকে প্রভাবশালী তকমা পেয়েছিলেন তিনি। তাই নিজের প্রভাবশালী তকমা মুছতে রাতে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা পত্র পাঠান তিনি। ইস্তফাপত্র গ্রহণও করেন তিনি। তারপর তা পাঠানো হয় রাজ্যপালের কাছে। প্রভাবশালী তকমা মুছতে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও আজ শুনানির সময় কার্যত কোনও কাজেই লাগল না তাঁর এই ইস্তফা কৌশল।  

 

.