মুকুলকে গুরুত্ব আর 'স্কেপগোট' প্রসঙ্গে, মদনের উত্তর,"আমি কি ছাগল"?

কখনও ডিফেন্সিভ।  কখনও বা ধারালো গুগলিতে অ্যাটাকিং। মুকুল রায়ের দলে ফেরা থেকে নেত্রীর সারদাযোগ, মদন মিত্রের রিঅ্যাকশনে শুধুই শ্লেষ। তাহলে কী বার্তা দিলেন মদন? জল্পনা তুঙ্গে। তাঁর  মনের ক্যানভাসে হয়তো এখনও ভেসে ওঠে ফেলে আসা সেসব দিন।  মদন মিত্র আর মুকুল রায় তখন কাছাকাছি, পাশাপাশি। সারদাকাণ্ডের নাম জড়ায় দুজনেরই। কিন্তু বরাতের ফেরে মুকুল আজ বাইরে, মদন শ্রীঘরে।

Updated By: Dec 17, 2015, 11:12 PM IST
মুকুলকে গুরুত্ব আর 'স্কেপগোট' প্রসঙ্গে, মদনের উত্তর,"আমি কি ছাগল"?

ওয়েব ডেস্ক: কখনও ডিফেন্সিভ।  কখনও বা ধারালো গুগলিতে অ্যাটাকিং। মুকুল রায়ের দলে ফেরা থেকে নেত্রীর সারদাযোগ, মদন মিত্রের রিঅ্যাকশনে শুধুই শ্লেষ। তাহলে কী বার্তা দিলেন মদন? জল্পনা তুঙ্গে। তাঁর  মনের ক্যানভাসে হয়তো এখনও ভেসে ওঠে ফেলে আসা সেসব দিন।  মদন মিত্র আর মুকুল রায় তখন কাছাকাছি, পাশাপাশি। সারদাকাণ্ডের নাম জড়ায় দুজনেরই। কিন্তু বরাতের ফেরে মুকুল আজ বাইরে, মদন শ্রীঘরে।

পথের শেষ কোথায়? এখনও অজানা। তবু আঁধারে ডুবে যেতে যেতেও আলোর সহযাত্রীকে কি সত্যিই ভুলে থাকা যায়? খোঁচা খেলেই দলা পাকিয়ে ওঠে ক্ষোভ।

রিপোর্টার: মুকুলদাকে দলে গুরুত্ব দেওয়া হল, আপনাকে কি স্কেপগোট করা হল?
মদন: আমাকে দেখে কি ছাগল মনে হয়?

এই তো সেদিনও ওঁরা ছিলেন ঘাসফুলছুট। এখন আবার সাদরে তৃণমূলে। তাহলে মোড় কোন পথে? নেত্রীর প্রতি শুধুই আস্থা, নাকি আড়ালে অন্য বার্তা মদনের! মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, ভালর জন্য করেন। অতএব মুকুল ও শিউলি সাহার ব্যাপারে তাঁর যে সিদ্ধান্ত সেটা মানুষের জন্য এবং বাংলার জন্য অত্যন্ত ভাল সিদ্ধান্ত। বছর পার হল হাজতবাস। তবু নেত্রীকে নিয়ে তিনি স্পিকটি নট। অনীহায় নাকি অভিমানে?

রিপোর্টার: মদনদা সারদা নিয়ে মুখ্যমন্ত্রী কিছু জানেন?
মদন: যা যা কাগজে বেরোচ্ছে সবাই জানে। আরও লিখুন না, ভাল করে লিখুন।
রিপোর্টার: সারদা নিয়ে মুখ্যমন্ত্রী কি তদন্তে সাহায্য করতে পারেন? আপনি কী বলেন?
মদন: মুখ্যমন্ত্রী বলতে পারেন, আমি বলতে পারি না।
মদন: আমি মুখ্যমন্ত্রীর কথা কীকরে বলব? আপনারা ভাল করে লিখুন। বেশি করে লিখুন।

তিনি কারও নাম করেননি। তাহলে সারদাকাণ্ড নিয়ে কাগজে আরও লেখালেখি  চাইছেন কেন মদন মিত্র? কোন অজানা কাহিনির পর্দাফাঁস চান তিনি? মুখে বলছেন  না ঠিকই, কিন্তু তাঁর টার্গেট তবে কে বা কারা? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

 

.