LPG Price: ফের কমল LPG সিলিন্ডারের দাম, ১৭১ টাকা কমে কত হল আপনার শহরে দাম?

গত মাসেও, তাদের দাম ইউনিট প্রতি ৯১.৫০ টাকা কমিয়ে প্রতি ইউনিট ২০২৮ টাকায় দাঁড়িয়েছে। পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলি এই বছরের ১ মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ৩৫০.৫০ টাকা এবং গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের প্রতি ইউনিট ৫০ টাকা বাড়িয়েছিল।

Updated By: May 1, 2023, 10:40 AM IST
LPG Price: ফের কমল LPG সিলিন্ডারের দাম, ১৭১ টাকা কমে কত হল আপনার শহরে দাম?

অয়ন ঘোষাল: সোমবার পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭১.৫০ টাকা কমিয়েছে। এই পদক্ষেপের পরে, দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বশেষ খুচরা মূল্য এখন দাঁড়িয়েছে ১৮৫৬.৫০ টাকা।

মেট্রোতে ইন্ডেন এর দাম (১৯ কেজি সিলিন্ডার) ১ মে, ২০২৩ থেকে প্রযোজ্য

দিল্লিতে দাম ১৮৫৬.৫০ টাকা। অন্যদিকে কলকাতায় এর দাম ১৯৬০.৫০টাকা। ১৯ কেজির এই বানিজ্যিক সিলিন্ডারের দাম মুম্বইইয়ে ১৮০৮.৫০ টাকা এবং চেন্নাইয়ে এর দাম ২০২১.৫০টাকা।

আরও পড়ুন: Joka Metro: সোমবার থেকে বাড়ছে পরিষেবা, ২৪ ট্রেন চলবে পার্পল লাইনে

গত মাসেও, তাদের দাম ইউনিট প্রতি ৯১.৫০ টাকা কমিয়ে প্রতি ইউনিট ২০২৮ টাকায় দাঁড়িয়েছে। পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলি এই বছরের ১ মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ৩৫০.৫০ টাকা এবং গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের প্রতি ইউনিট ৫০ টাকা বাড়িয়েছিল।

গত বছরের ১ সেপ্টেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম শেষবার কমানো হয়েছিল ৯১.৫০ টাকা। ১ আগস্ট, ২০২২ সালেও, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমানো হয়েছিল। তার আগে, ৬ জুলাই, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি ইউনিট ৮.৫ টাকা কমানো হয়েছে।

আরও পড়ুন: Dilip Ghosh: 'নিজের পার্টির লোক সামলাতে পারছেন না, তার আবার এতো বড় কথা', অভিষেককে আক্রমণ দিলীপের

ঘরোয়া সিলিন্ডারের দাম দু মাস ধরে অপরিবর্তিত। তবে গত মাসের পর এই মাসেও ১৯ কেজির বানিজ্যিক সিলিন্ডারের দাম কমায় সামান্য স্বস্তি। ১৭১ টাকা ৫০ পয়সা কমে সোমবার সকাল ৬টা থেকে কলকাতায় ১৯ কেজি বানিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৬০.৫০ টাকা। ঘরোয়া সিলিন্ডারের দাম বহাল থাকল ১১২৯ টাকা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.