রাজ্যে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার: Suvendu

রাজ্যপালের ভাষণে নেই ভোট পরবর্তী হিংসার উল্লেখ:শুভেন্দু

Updated By: Jul 2, 2021, 03:10 PM IST
রাজ্যে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার: Suvendu

নিজস্ব প্রতিবেদন: বিধানসভার অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে ভোট পরবর্তী হিংসার বিষয়টি উল্লেখ করেনি শাসকদল। বরং সরকারের লেখা ওই ভাষণে ভোট পরবর্তী হিংসার অভিযোগগুলোকে মিথ্যে বলে দাবি করা হয়েছে। শুক্রবার এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও অভিযোগ, রাজ্যে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার।

বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যপালের ভাষণে দাবি করা হয়েছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যে কোনও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের দায়িত্বে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকাকালীন হিংসার ঘটনা ঘটেছে। ফলে তার দায় নির্বাচন কমিশনের। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারির আরও দাবি, রাজ্যের অবস্থা উদ্বেগজনক। বিরোধীদের রাজ্য থেকে সমূলে উৎপাটন করার চেষ্টা করছে সরকার। স্বৈরতান্ত্রিক শাসন কায়েমের চেষ্টা চলছে।

আরও পড়ুন: নজিরবিহীন বিক্ষোভ বিধানসভায়, ভাষণ না দিয়েই বেরিয়ে গেলেন রাজ্যপাল

আরও পড়ুন: নারদ মামলাকে প্রভাবিত করতেই সাক্ষাত্ শুভেন্দুর! তুষার মেহতার অপসারণের দাবি তৃণমূলের

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল যেভাবে সরব হয়েছেন, এদিন সেজন্য জগদীপ ধনখড়কে কৃতজ্ঞতা জানান শুভেন্দু অধিকারী। তবে সংসদীয় গণতন্ত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। হুঁশিয়ারির সুরে তিনি জানান, বিধানসভায় আগামিদিনেও ভোট পরবর্তী হিংসা নিয়ে সারা দিনের আলোচনা চাইবে বিজেপি। ভ্যাকসিন দুর্নীতি নিয়েও সরকারকে আলোচনা করতে হবে।

পাশাপাশি, ভোট পরবর্তী অসান্তি নিয়ে এদিন অন্তর্বর্তী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে পুলিসকে সমস্ত অভিযোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে জানিয়েছে, আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কারও রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকলে, তাঁদের রেশনেরও ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। একই সঙ্গে যাদবপুরের গিয়ে আক্রান্ত হওয়ার যে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। সেই ঘটনায় এক পুলিস কর্তাকেও শোকজ করেছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সেই রায়কেও স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, একটি স্বাধীন এজেন্সিকে দিয়ে ভোট পরবর্তী হিংসার তদন্ত করানো প্রয়োজন।   

.