Rachana Banerjee: 'লড়াই লকেট-রচনারই হচ্ছে', প্রার্থী ঘোষণার পর বিধানসভায় এসে বললেন 'দিদি নং ১'

Locket Chatterjee: এদিন বিধানসভায় বিধায়ক অসিমা পাত্র ও অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করতে যান হুগলির লোকসভা প্রার্থী। কবে থেকে প্রচার শুরু করবেন, কী হবে তাঁর প্রচারের বার্তা এই সমস্ত বিষয় নিয়েই আলোচনায় বসেছেন বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, ১৬ মার্চ সিঙ্গুর থেকে প্রচার শুরু করবেন তিনি। 

Updated By: Mar 11, 2024, 04:52 PM IST
Rachana Banerjee: 'লড়াই লকেট-রচনারই হচ্ছে', প্রার্থী ঘোষণার পর বিধানসভায় এসে বললেন 'দিদি নং ১'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূলের জনগর্জন সভাতেই সরাসরি রাজনীতিতে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজনীতিতে পা রেখেছেন বেশ কিছু বছর। অভিনয় জীবনের এক সময়ের বন্ধু দুই অভিনেত্রী এখন মুখোমুখি রাজনীতির ময়দানে। তারকাখচিত লড়াইয়ের ময়দান এবার হুগলি। প্রার্থী হওয়ার পরের দিনই বিধানসভায় পৌঁছন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন আবার লোকসভায় প্রার্থী তালিকা প্রসঙ্গে লকেট বলেন, 'লড়াইটা মোদী ভার্সেস মমতা, রচনা ভার্সেস লকেট নয়'। 

আরও পড়ুন, TMC Full Candidate List | TMC Brigade 2024: তৃণমূলের প্রার্থীতালিকায় নারীশক্তির ঢেউ! অর্ধেক আকাশ না হোক, ২৯ শতাংশ তো...

এদিন বিধানসভায় বিধায়ক অসিমা পাত্র ও অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করতে যান হুগলির লোকসভা প্রার্থী। কবে থেকে প্রচার শুরু করবেন, কী হবে তাঁর প্রচারের বার্তা এই সমস্ত বিষয় নিয়েই আলোচনায় বসেছেন বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, ১৬ মার্চ সিঙ্গুর থেকে প্রচার শুরু করবেন তিনি। রবিবারই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আর ২৪ ঘণ্টা জনগণের ভালোবাসায় বাকরূদ্ধ প্রার্থী। তিনি বলেন, 'কাজ তো করতে হবে। আর অসীমাদি ছাড়া তো কাজ করতে পারবো না। তাই ওনার ছত্রছায়াতে থাকতে হবে। ২৪ ঘণ্টা মানুষের ভালোবাসায় অভিভূত। ভেবেছিলাম মানুষ বলবে, কেন রাজনীতি? তা না হয়ে তাদের শুভকামনায় আপ্লতু আমি।'

হুগলীতে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রচনার অভিনয় জগতের বন্ধুও বটে। এদিন লকেট প্রসঙ্গেই রচনা বলেন, 'খুব ভালো বন্ধু ও। ভালো থাকুক। মোদীর ছত্রছায়ায় রয়েছে লকেট চট্টোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় রয়েছে রচনা। তাহলে তো লড়াই রচনা-লকেটের মধ্যেই হচ্ছে। তাই নয় কি!'  প্রসঙ্গত, 'এই ভোটের লড়াই লকেট বনাম রচনা নয়, লড়াই মোদী বনাম মমতার', রচনা প্রার্থী হওয়ার পর এমনটাই বলেছিলেন লকেট। 

বিজেপি সাংসদ আরও বলেন, 'রাজনীতি আর সিনেমা দুটো আলাদা বিষয়। এটা কোনও দিদি নম্বর ওয়ানের লড়াই নয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এটা আমার বা রচনা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নয়। আমরা একসঙ্গে কাজ করেছি, এখন আমাদের লড়াইয়ের ময়দানে সামনে রাখা হয়েছে।' 

আরও পড়ুন, Submerged Cities: আর মাত্র ছ'বছর! জলে ডুবে যাবে কলকাতা, ডুববে আরও কয়েকটি শহর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.