পশ্চিমবঙ্গে লকআউটের সংখ্যা সর্বাধিক, দাবি কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর
জানুয়ারির শিল্প সম্মেলনের আগে বাকি আর মাত্র ১০ দিন। ঠিক তার আগেই রাজ্যে শিল্পে মন্দা নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। জানালেন, শিল্পে লকআউট পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি। নতুন বিনিয়োগের খবর নেই। চালু কারখানাগুলিরও পরপর ঝাঁপ বন্ধ হচ্ছে।
কলকাতা: জানুয়ারির শিল্প সম্মেলনের আগে বাকি আর মাত্র ১০ দিন। ঠিক তার আগেই রাজ্যে শিল্পে মন্দা নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। জানালেন, শিল্পে লকআউট পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি। নতুন বিনিয়োগের খবর নেই। চালু কারখানাগুলিরও পরপর ঝাঁপ বন্ধ হচ্ছে।
আদৌ স্বস্তিতে নেই রাজ্য সরকার। ঘুরে দাঁড়াতে জানুয়ারির বিশ্ব বঙ্গ সম্মেলনকে যখন পাখির চোখ করছে রাজ্য, তখন কলকাতার ইএসআই হাসপাতালে এসে অপ্রিয় সত্যই তুলে ধরলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়।
কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য অবশ্য রাজ্যের শ্রমমন্ত্রী মানতে নারাজ।
রাজ্যে চা বাগানের সঙ্কট নিয়েও এদিন কেন্দ্রীয় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বাণিজ্য মন্ত্রকের সঙ্গে কথা বলে এবিষয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। একইসঙ্গে শিল্প নিয়ে রাজ্যকে সহযোগিতার বার্তাও দেন তিনি।
শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকে কিছুক্ষণ থেকেই বেরিয়ে যান মলয় ঘটক। প্রশ্ন হল, কেন্দ্রের বাড়ানো সহযোগিতার হাত ধরতে শেষপর্যন্ত তিনি আদৌ দিল্লি যাবেন কি?