Live: তৃণমূলের সেকেন্ড ম্যান নই, দলের একজন কর্মী: অভিষেক

নতুন পদে অভিষেক হওয়ার পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated: Monday, June 7, 2021 - 17:11
Live: তৃণমূলের সেকেন্ড ম্যান নই, দলের একজন কর্মী: অভিষেক

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনে বিজেপির আক্রমণের লক্ষ্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আক্রমণ সামলে ঠান্ডা মাথায় প্রচার সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট শেষ হতেই সংগঠনে একাধিক রদবদল এনে অভিষেককেই বসিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে। নতুন পদে অভিষেক হওয়ার পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

 

7 June 2021, 17:15 PM

ইয়াস নিয়ে অভিযেক

যেখানে গঙ্গায় লাশ ভাসছে সেখানে টিম পাঠাচ্ছে না কেন্দ্র। এইসব টিম আসছে বাংলায়। আমপানের সময়েও এসব করা হয়েছিল। মালদায় লাশ এসেছে বিহার থেকে। এর দায় কে নেবে? আসলে ওরা নিজেদের হার হজম করতে পারছে না। 

7 June 2021, 17:00 PM

তৃণমূল ছেড়ে যাওয়া অনেকেই দলে ফিরতে চান। কী বলবেন

এনিয়ে আলোচনা হয়েছে। বিজেপির জয়ী বিধায়করা তৃণমূলে ফিরতে চাইছেন। দলের ওয়ার্কিং কমিটি এর সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ছেড়ে দিয়েছে। 

7 June 2021, 17:00 PM

বিজেপি পরিবারতন্ত্রের অভিযোগ আনছে। তাদের প্রশ্ন, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তফাত কী!

আমি বিজেপিকে, অমিত মালব্যজিকে বলব, দিল্লি গিয়ে নেতাদের বলুন একটা আইন তৈরি করতে যেখানে ঠিক হবে কোনও নেতার বাড়ির কেউ রাজনীতি করতে পারবে না। বিজেপিতে সরকার চালাচ্ছে কেন্দ্র। তারা এটা করছে না কেন। এই আইন হয়ে গেলে আমি পদত্যাগ করব। আমার নিয়োগের পর এত আতঙ্ক কেন? যাদের ছেলে বিধায়ক, এমপি তাদের আগে সরাও। জয় শাহ কি বলবেন, আমি বিসিসিআইয়ের পদে থাকতে চাই না।! তৃণমূল এমন একটা দল যেখানে ওয়ান ম্যান। ওয়ান পদের কথা বলা হয়েছে।  

7 June 2021, 17:00 PM

ভোটের আগে স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকেই চায়। এবার স্লোগান উঠছে ইন্ডিয়া ওয়ান্টস দিদি। এই বার্তা কি এগিয়ে নিয়ে যাবেন? পাশাপাশি বিজেপি রিবোধী দল গুলোকে কি একজোট করার চেষ্টা করবেন?

অভিষেক: দুদিন আগেই দায়িত্ব পেয়েছি।  তবে আগামী ২-৩ সপ্তাহের মধ্য়ে বা একমাসের মধ্যে আমরা একটা প্ল্যান তৈরি করে ফেলব, ত়ৃণমূল কী করবে। কোন কোন রাজ্যে আমাদের ইউনিট খোলা হবে এবাং তা কীভাবে বাড়ানো হবে তা ঠিক করে ফেলা হবে। তবে যে রাজ্য়েই যাবে, সেখানে শুধু ভোটে লড়াই করতেই যাব না, বরং ওই রাজ্য জয় করতেই যাব।

7 June 2021, 16:45 PM

বাংলার মানুষ প্রমাণ করেছে মমতা বিকল্প বাংলায় নেই। যেভাবে মানুষের সমর্থন পেয়েছি, ফল ঘোষণা হওয়ার পরদিন থেকে ১ লাখ ইমেল তৃণমূল কংগ্রেসের মেলবক্সে এসে পৌঁছেছে। এমন কোনও রাজ্য নেই যেখানে থেকে মানুষ তৃণমূলকে ধন্যবাদ জানায়নি। বাংলা আজ যা ভাবে ভারত তা কাল ভাবে-এই বাণী আজ প্রমাণিত। গোটা দেশকে পদ দেখিয়েছে। বহিরাগতদের কাছে বাংলার মানুষ মাথ নত করেনি। 

 

7 June 2021, 16:45 PM

নির্বাচন কমিশনেরও রাজনীতিকরণ হয়েছে। তামিলনাড়ুর মতো রাজ্যে একদফায় ভোট হয়েছে, অসমে ৩ দফায় ভোট হয়েছে সেখানে বাংলায় ভোট হয়েছে ৮ দফায়। এর কারণ একটা রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়া। এতে কী হল! কোভিডের সেকেন্ড ওয়েভ। 

7 June 2021, 16:45 PM

আপনিতো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তেজস্বী যাদব সহ যেসব নেতা মমতাকে সমর্থন করেছিলেন তাদের সঙ্গে কবে বৈঠক করবেন?

অভিযেক বলেন, এইতো ৪৮ ঘণ্টা হল দায়িত্ব পেয়েছি। দেখুন, বাংলার মানুষের লড়াই ছিল এক নায়ক তন্ত্রের বিরুদ্ধে।  বাংলার মানুষ এর জবাব দিয়েছে। যেভাবে বাংলার মানুষ জবাব দিয়ে তা গোটা দেশের একটা আশা। যেভাবে ম্যাসল পাওয়ার, মানি পাওয়া, এজেন্সি পাওয়ার কাজে লাগিয়ে, প্রতিটি প্রতিষ্ঠানকে পলিটিসাইজ করা হয়েছে তার জবাব দিয়েছে বাংলার মানুষ। এমনকি এই নির্বাচনে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে দেখিনি।
 

7 June 2021, 16:30 PM

এই ধরনের কথা মানুষ পছন্দ করেন না। বিরোধী দলনেতাকে বলব, গঠনমূলক আলোচনা করুন। বাংলা গোটা দেশকে পথ দেখিয়েছে।

 

7 June 2021, 16:30 PM

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন-

এই দলে সেকেন্ড ম্যান, থার্ড ম্যান কেউ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সেকেন্ড ম্যান দলের কর্মীরাই।  আমি কর্মী সেকেন্ড ম্যান বলা ঠিক নয়। 

বিরোধীদের প্রতি আমার অনুরোধ, গঠনমূলক আলোচনা করুন। আপনাদের একতরফা কুত্সা ও প্রচার এটা বন্ধ করতে হবে। গত পরশু দিনও দেখলাম, এক বিরোধী নেতা বলছেন ৪০ লাখ বাঙালি বাইরে থাকে। পরিনতি ভয়ঙ্কর হতে পারে। এরা এতটা নীচে নেমেছে যে বলছে, বিজেপি শাশিত রাজ্য রয়েছে। আমরাও দেখে নেব।

7 June 2021, 16:30 PM

পরশু দিন দলের মিটিংয়ের পর আপনাদের কিছু প্রশ্ন ছিল। আমি বলেছিলাম, একদিন আমাকে সময় দিন। কাজ শুরু করার আগে কিছু গুরুজনে আশীর্বাদ নিয়েই আপনাদের মুখোমুখি হব। তাই আজ সাংবাদিক সম্মেলনে এসেছি।

 

7 June 2021, 16:15 PM

দলের অভিজ্ঞ নেতাদের পরামর্শ ও সাহায্য তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে দেশের প্রতিটি কোণে ছড়িয়ে দিতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস রয়েছে।

সায়নী ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যুব তৃণণূল কংগ্রেসের প্রধান হিসেবে মনোনীত করেছেন। সায়নী জানিয়েছেন উনি ওঁর পুরো সময়টাই দলের জন্য দেবেন।

7 June 2021, 16:15 PM

গতকালই সম্মানীয় সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যয়ের সঙ্গে দেখা করে তাঁদের আশীর্বাদ নিয়েছি। আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব।

 

7 June 2021, 16:15 PM

দলের প্রবীণ যেসব নেতা আমাকে সমর্থন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের সুচিন্তিত নির্দেশ ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া চেষ্টা করব।

 

7 June 2021, 16:15 PM

শনিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ কৃতজ্ঞ।