18 September 2021, 15:45 PM
ভবানীপুরে প্রচার করবেন?
বাবুল সুপ্রিয়র প্রচার দরকার নেই মমতাদিদির। তবে দল চাইলে করব।
18 September 2021, 15:45 PM
মন থেকে তৃণমূলে যোগ
এমনটা প্রত্যাশা করিনি। মন থেকে রাজনীতি ছেড়েছিলাম। মন থেকে বাংলার জন্য কাজ করার সুযোগ গ্রহণ করলাম।
18 September 2021, 15:45 PM
সাংসদ পদ ছাড়বেন?
আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেব। আমি খুব একটা খারাপ কাজ করিনি। কখনও ভাবিনি রাজনীতির বাইরের লোক। আমি যখন তৃণমূলে যোগ দিয়েছি। বিজেপির আসন ধরে রাখার প্রশ্নই নেই। নীতি ও বিধি মেনে চলব। সোমবার দিদির সঙ্গে দেখা করছি। ওঁর সঙ্গে কথা হয়েছে। আমি মন থেকে রাজনীতি ছেড়েছিলাম। আর মন থেকে বাংলায় কাজের সুযোগ গ্রহণ করলাম। দিদি ও অভিষেক যা আমায় বলেছিলেন।
18 September 2021, 15:45 PM
তৃণমূলে বড় দায়িত্ব?
মমতাদিদি ও অভিষেক যে দায়িত্ব দেবেন তা পালন করব।
18 September 2021, 15:45 PM
আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই, আমি রাজনীতি ছাড়ার কথা বলেছিলাম। তা মন থেকে বলেছিলাম। আমার মনে হয়েছিল সাত বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য় কাজ করার চেষ্টা করেছি। তাতে বিরাম চিহ্ন পড়ে গিয়েছিল। তার পিছনে যৌক্তিকতা পাইনি। খালি মনে হয়েছিল, বাঙালি হিসেবে বাংলার প্রতি কাজ করার ইচ্ছে ধুয়েমুছে গিয়েছিল।
শত্রুতার রাজনীতি নয়। যা ঘটেছে ৪ দিনের মধ্যে। তার পর দিদি ও অভিষেক আমায় বিশ্বাস করেছেন এবং সুযোগ দিয়েছেন। বাংলার জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। আমি খুব উৎসাহী।
ঘটনার সম্মুখীন হয়ে মানুষ একটা সিদ্ধান্ত নেয়। নাটক ছিল না। তার পরের দিন বাংলো ছাড়ার চিঠি। কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছি। আমি জানি, এটা বিরাট সুযোগ। কী সেটা বলছি না। সেটা দল বলবে।
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়