TMC CBI: তৃণমূলের CBI বিড়ম্বনা, নজরে কোন কোন নেতা-মন্ত্রী?
CBI-র হাত থেকে রেহাই পাননি ফিরহাদ হাকিম, মদন মিত্রের মতো শাসকদলের আরও অনেকেই।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত CBI-র মুখোমুখি হতে হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। নিজাম প্যালেসে পৌঁছে গেলেন অনুব্রত মণ্ডলও। গরু পাচারকাণ্ডে ৪ ঘণ্টা জেরার পর, তাঁকে ফের আগামি সপ্তাহে হাজিরার নোটিস ধরালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রেহাই পাননি ফিরহাদ হাকিম, মদন মিত্রের মতো শাসকদলের আরও অনেকেই।
পার্থ চট্টোপাধ্যায়: রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। ২০২২ সালে হাইকোর্টের নির্দেশে CBI দফতরে হাজিরা দিতে হয় তৃণমূলের মহাসচিব, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কলকাতার নিজাম প্য়ালেসে পৌনে চার ঘণ্টার ধরে জেরা।
ফিরহাদ হাকিম: ২০১৬ নারদাকাণ্ডে গোপন ক্যামেরায় ঘুষ নিতে দেখা গিয়েছিল মন্ত্রী ফিরহাদ হাকিমকে। ২০২১-এ বিধানসভা ভোটের পরে তাঁকে গ্রেফতার করে CBI। পরে জামিনে মুক্তি পান।
শোভন চট্টোপাধ্যায়: নারদাকাণ্ডে নাম জড়়িয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। ২০২১-র বিধানসভা ভোটের পর CBI-র হাতে গ্রেফতার হন কলকাতার প্রাক্তন মেয়র। পরে জামিনে মুক্তি।
মদন মিত্র:২০১৪ সালে সারদা কাণ্ডে রাজ্যের তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করে CBI। পরে নারদাকাণ্ডেও নাম জড়ায় কামারহাটির তৃণমূল বিধায়কেরও। ২০২১-এ ফের গ্রেফতার, পরে জামিনে ছাড়া পান।
কেডি সিং: ২০২১ সালে চিটফান্ড কান্ডে CBI-র হাতে গ্রেফতার হন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং।
মুকুল রায়: তৃণমূল থাকাকালীন নারদকাণ্ডে মুকুল রায়কে জেরা করে CBI। এরপর বিজেপিতে যোগ দেন তিনি। এখন আবার পুরনো দলেই ফিরেছেন মুকুল।
সৃঞ্জয় বোস- ২০১৪ সালে সারদাকাণ্ডে গ্রেফতার তৎকালীন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু।
তাপস পাল (প্রয়াত): রোজভ্য়ালি কাণ্ডে 'টাকা নয়ছয়'। ২০১৬ সালে গ্রেফতার প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল।
সুব্রত মুখোপাধ্যায়(প্রয়াত)- ২০২১ সালে নারদকাণ্ডে গ্রেফতার প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়।
সুলতান আহমেদ(প্রয়াত): নারদকাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগ। ২০১৭ সালে প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে জেরা করে CBI।
ইকবাল আহমেদ: ২০১৭ সালে নারদকাণ্ডে তৃণমূল নেতা, কলকাতা পুরসভার তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ-কে জেরা CBI-র।
শতাব্দী রায়: ২০১৯ সালে সারদাকাণ্ডে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে তলব CBI-র।
পরেশ অধিকারী: ২০১৬ সালে প্রভাব খাটিয়ে মেয়েকে শিক্ষকতার চাকরি দেওয়ার অভিযোগ। ২০২২ সালে স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে CBI দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের।
আহমেদ ইমরান খান: ২০১৪ সাল সারদাকাণ্ডে নাম জড়ায় রাজ্যসভার তৎকালীন তৃণমূল সাংসদ আহমেদ ইমরান খানের। তাঁকে তলব করে CBI।
সুদীপ বন্দ্যোপাধ্যায়: ২০১৭ সালে রোজভ্য়ালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে CBI।
কুণাল ঘোষ: ২০১৩ সালে সারদাকাণ্ডে গ্রেফতার তৎকালীন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ।
অনুব্রত মণ্ডল: ২০২২ সালে গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব CBI-র।