মাদক পাচারের প্রতিবাদ করে খুন হয়েছিলেন বাপি দাস, খুনিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনাল আদালত

প্রতিবাদীকে খুনের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর জজ কোর্ট। মাদক পাচার এবং অসামাজিক কাজের প্রতিবাদ করায়, দুহাজার সাতের নভেম্বরে খুন হয়েছিলেন কাকালীঘাট মন্দিরের পাণ্ডা বাপি দাস। এলাকায় অসামাজিক কাজ এবং মাদক পাচারের বিরোধিতা করে সরব হয়েছিলেন তিনি।

Updated By: Mar 3, 2014, 09:30 PM IST

প্রতিবাদীকে খুনের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর জজ কোর্ট। মাদক পাচার এবং অসামাজিক কাজের প্রতিবাদ করায়, দুহাজার সাতের নভেম্বরে খুন হয়েছিলেন কাকালীঘাট মন্দিরের পাণ্ডা বাপি দাস। এলাকায় অসামাজিক কাজ এবং মাদক পাচারের বিরোধিতা করে সরব হয়েছিলেন তিনি।

২০০৭ সালের ২৮ নভেম্বর বাপি দাসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। আদিগঙ্গার পাড়ে গুলি করে খুন করা হয় তাঁকে। ঘটনার সময় খুনীদের দেখে ফেলেছিলেন বাপির মামা। রঞ্জন শর্মা, দেবেন্দ্র সাউ, রবি দাস এবং কৃষ্ণ দাস, চারজনের বিরুদ্ধে ২০০৮ সালের ২৯ জানুয়ারি চার্জশিট দেয় কালীঘাট থানা। সোমবার সেই মামলায় সাজা ঘোষণা করল আলিপুর জজ কোর্ট।

আদালতের রায়ে স্বস্তি পেয়েছে নিহতের পরিবার।

.