কালীপুজোর রাতে অবাধে ব্যবহার হল লেজার বিম লাইট
বারণকে বুড়ো আঙুল দেখিয়ে কালীপুজোর রাতে অবাধে ব্যবহার হল লেজার বিম লাইট। অথচ একমাস আগেই বিধাননগর কমিশনারেটে চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বলা হয়েছিল, সল্টলেক, নিউটাউন, বিরাটি, নিউ বারাকপুর, মধ্যমগ্রাম, দমদমের মতো এলাকায় যেকোনওভাবে এই লাইটের ব্যবহার ঠেকাতে। মার্কিন মুলুকে এই লাইটের ব্যবহারকে অপরাধ হিসেবে দেখা হয়। কেন হঠাত এই লেজার লাইটের ব্যবহার নিয়ে এত কড়াকড়ি? কারণ গত জুলাই মাসে এই লাইটের জন্যই দুর্ঘটনার মুখে পড়েন এক পাইলট।
![কালীপুজোর রাতে অবাধে ব্যবহার হল লেজার বিম লাইট কালীপুজোর রাতে অবাধে ব্যবহার হল লেজার বিম লাইট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/30/69248-light-30-10-16.jpg)
ওয়েব ডেস্ক: বারণকে বুড়ো আঙুল দেখিয়ে কালীপুজোর রাতে অবাধে ব্যবহার হল লেজার বিম লাইট। অথচ একমাস আগেই বিধাননগর কমিশনারেটে চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বলা হয়েছিল, সল্টলেক, নিউটাউন, বিরাটি, নিউ বারাকপুর, মধ্যমগ্রাম, দমদমের মতো এলাকায় যেকোনওভাবে এই লাইটের ব্যবহার ঠেকাতে। মার্কিন মুলুকে এই লাইটের ব্যবহারকে অপরাধ হিসেবে দেখা হয়। কেন হঠাত এই লেজার লাইটের ব্যবহার নিয়ে এত কড়াকড়ি? কারণ গত জুলাই মাসে এই লাইটের জন্যই দুর্ঘটনার মুখে পড়েন এক পাইলট।
আরও পড়ুন কালীপুজো মানেই জুয়ার আসর, তাই জানতে পারলেই খবর দিন পুলিসে
আরও পড়ুন বেলুড়ের বুড়িমা নিজেই এক ইন্ডাস্ট্রি, কীভাবে হল এমন, জানুন